ঝাড়খণ্ড বিধানসভা নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত হবে না, হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
ঝাড়খণ্ড বিধানসভা নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ কেলেঙ্কারির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিধানসভা।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 14 নভেম্বর: ঝাড়খণ্ড বিধানসভা নিয়োগ কেলেঙ্কারিতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ কেলেঙ্কারির সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিধানসভা। বৃহস্পতিবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। আদালত বিধানসভার আবেদন গ্রহণ করে হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেন।
ঝাড়খণ্ড হাইকোর্ট 23 সেপ্টেম্বর বিধানসভা নিয়োগ কেলেঙ্কারির তদন্ত সিবিআইকে হস্তান্তর করেছিল। গত ২০ জুন হাইকোর্ট তার রায় সংরক্ষণ করেন। হাইকোর্টে দায়ের করা পিআইএলে বলা হয়েছে, বিধানসভায় অবৈধ নিয়োগ করা হয়েছে। ডিভিশন বেঞ্চ শুনানির সময় বিচারপতি বিক্রমাদিত্য প্রসাদের রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়। এই রিপোর্টের ভিত্তিতেই এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয় আদালত।
ঝাড়খণ্ড বিধানসভা নিয়োগ কেলেঙ্কারির মামলা 12 বছর পর লাইমলাইটে এসেছিল। তখন গভর্নর সৈয়দ সিবতে রাজি বিধানসভার নিয়োগ ও পদোন্নতি নিয়ে প্রশ্ন তুলে বিধানসভায় চিঠি লিখে তদন্তের নির্দেশ দেন। গভর্নর 30 টি পয়েন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপরে, তৎকালীন স্পিকার সিপি সিং রাজ্যপালকে নিজেই তদন্ত করার অনুরোধ করেছিলেন। রাজ্যপাল রাজ্য সরকারকে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেন। যার জেরে রাজ্যপালের চিঠির আলোকে প্রাক্তন বিচারপতি লোকনাথ প্রসাদের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছিল সরকার।