পূর্ব বর্ধমানে এক নাবালিকাকে শ্লীলতাহানি! ঘটনায় গ্রেফতার যুবক

বহুরূপী নাচ আমরা সবাই দেখতে মজা পাই। আজ সেই মজাই হয়ে দাড়াচ্ছে ভয়ের কারণ। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক যুবক বহুরূপী সেজে নাবালিকার শ্লীলতাহানি করে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা গ্রামে প্রবল চাঞ্চল্য ছড়ায়।

পূর্ব বর্ধমানে এক নাবালিকাকে শ্লীলতাহানি! ঘটনায় গ্রেফতার যুবক

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৮ নভেম্বর: বহুরূপী নাচ আমরা সবাই দেখতে মজা পাই। আজ সেই মজাই হয়ে দাড়াচ্ছে ভয়ের কারণ। পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক যুবক বহুরূপী সেজে নাবালিকার শ্লীলতাহানি করে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা গ্রামে প্রবল চাঞ্চল্য ছড়ায়। আর ওই এলাকার বাসিন্দারা এই ঘটনায় ফুঁসছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃত বীরভূম জেলার বোলপুর এলাকায় থাকে। তার নাম লালটু মাল। আউশগ্রামে বহুরূপী সেজে শুক্রবার সকাল দশটা নাগাদ যায় লাল্টু। পাড়ায় ঢুকে কয়েকটা ঘরে চার পাঁচ টাকা করে সংগ্রহ করেছিল। স্থানীয়দের অভিযোগ, একটি বাড়িতে গিয়ে ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলে। এবং কিশোরী ভয় পেয়ে যায়। এবং সেই সময় তাকে শ্লীলতাহানি করে ওই যুবক। এরপর পাড়ায় জানাজানি হয়ে গেলে অভিযুক্তকে খোঁজাখুঁজি শুরু করে সবাই মিলে। কিছুটা দূর গেলে ওই বহুরূপীকে খুঁজে পেয়ে আটক করে। এর পর চড়-থাপ্পড় মেরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরবর্তীতে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ লাল্টুকে গ্রেপ্তার করেছে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে এলাকায়। আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। শাস্তির দাবিতে সরব গোটা রাজ্য। তা সত্ত্বেও অপরাধ কমছে না। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলাদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে।