নাচতে হবে পোষাক খুলে! শিল্পীদের বেধড়ক মার প্রতিরোধ করায়
পূর্ব মেদিনীপুরে নন্দ কুমারের ঠেকুয়া বাজারে একটি বিচিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে যে শিল্পীরা নাচতে আসে। তাদের মধ্যে একজনকে পোশাক খুলে নাচার আবদার করল ওই ক্লাবের সদস্যরা।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৯ নভেম্বর: পূর্ব মেদিনীপুরে নন্দ কুমারের ঠেকুয়া বাজারে একটি বিচিত্র অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে যে শিল্পীরা নাচতে আসে। তাদের মধ্যে একজনকে পোশাক খুলে নাচার আবদার করল ওই ক্লাবের সদস্যরা। শিল্পীরা ওই এলাকার সোনার বাংলার ক্লাবের সদস্যদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন।
একজন নৃত্যশিল্পী জানিয়েছেন,''এই এলাকায় তাদের তিন ঘণ্টার অনুষ্ঠান ছিল। তাদেরকে জোর করে ৫ ঘন্টা আটকে রাখা হয়। তারপরেই অশ্লীল নাচ করার জন্য জোরাজুরি করতে থাকে। আমরা রাজি না হওয়ায় লোকজন আমাদের ওপর চড়াও হয়। এমনকি মহিলাদের গায়ে হাত তোলা হয়।শেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।''
এর পরেই শিল্পী সংগঠন বি এস এফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। নৃত্যশিল্পীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ জমা হতেই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।