ঝগড়ার জেরে খুন বৃদ্ধের! নেপথ্যে কোন কারণ?

হালিশহর এলাকায় দুইজন প্রতিবেশীর মধ্যে ঝগড়ার জেরে খুন বৃদ্ধের। প্রথমে তর্ক বিতর্ক অনেকক্ষণ চলে তাকে লাঠিরবারি মারায় জখম হন তিনি এবং কিছুক্ষণ বাদে তাঁর মৃত্যু হয়।

ঝগড়ার জেরে খুন বৃদ্ধের! নেপথ্যে কোন কারণ?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৮ অক্টোবর: হালিশহর এলাকায় দুইজন প্রতিবেশীর মধ্যে ঝগড়ার জেরে খুন বৃদ্ধের। প্রথমে তর্ক বিতর্ক অনেকক্ষণ চলে তাকে লাঠিরবারি মারায় জখম হন তিনি এবং কিছুক্ষণ বাদে তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে গোটা উত্তর চব্বিশ পরগনার হালিশহর প্রবল উত্তেজনায় ছড়িয়ে পড়ে।হালিশহর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের বয়স সত্তরের কাছাকাছি। মৃতের নাম পরশনাথ সাউ। তিনি থাকতেন হালিশহরের বেলুড়পাড়ার ২০ নম্বর ওয়ার্ডে। রবিবার দিন ওই বৃদ্ধের মেয়ে বাড়ির সামনে জামা কাপড় মিলছিল। তা নেই নাকি অশান্তি শুরু হয় প্রতিবেশীর সঙ্গে। তাদের অভিযোগ, ঝগড়া চলাকালীন অশান্তিটা আরও ঘোরাল আকার নেয়। মেয়েটির নামে একজন পরিবেশে ঐ বৃদ্ধকে মারধর করতে শুরু করে। বৃদ্ধকে লাঠি দিয়ে সজোরে আঘাত করেছিল, বলেও অভিযোগ। তার জেরে পরশ মাটিতে লুকিয়ে পড়েন। এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। এবং তার নাক মুখ থেকে রক্ত বেরতে থাকে।

পরিবারের লোকজনরা পরশনাথকে তাড়াতাড়ি করে নৈহাটি হাসপাতালে নিয়ে যান। তাতে শেষরক্ষা হয়নি। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসাও হয় তাঁর। তবে পরে চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে পরশনাথের।

পরশনাথের মৃত্যুর পর থেকে উত্তপ্ত গোটা এলাকা। অভিযুক্ত বিকি এবং অজয় চৌধুরীর বিরুদ্ধে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বিকি এবং অজয় দুজনেই গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। সামান্য জামাকাপড় শুকতে দেওয়া নিয়ে বিবাদই ভয়ংক রূপ নিল নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।