দীপাবলির সকালে ধোঁয়ার চাদরে ঢাকল দিল্লি! রাতের কথা ভেবে বাড়ছে উদ্বেগ

দিওয়ালিতে আতসবাজি বিক্রি, ও বানানোর উপর প্রশাসন অনেকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তবে দিল্লির বাতাসে গুণগত মান (AQI)। রাজধানীর নাগরিকরা এই ঘটনায় যথেষ্ট আশঙ্কিত হয়ে রয়েছে।

দীপাবলির সকালে ধোঁয়ার চাদরে ঢাকল দিল্লি! রাতের কথা ভেবে বাড়ছে উদ্বেগ

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩১অক্টোবর: দিওয়ালিতে আতসবাজি বিক্রি, ও বানানোর উপর প্রশাসন অনেকদিন আগেই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। তবে দিল্লির বাতাসে গুণগত মান (AQI)। রাজধানীর নাগরিকরা এই ঘটনায় যথেষ্ট আশঙ্কিত হয়ে রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এখন দীপাবলি সকালেই যদি এই অবস্থা হয়, তাহলে রাতে কি হবে? প্রতিবারের মতন দিল্লিতে শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দূষণ নিয়ন্ত্রণ কমিটি।

দিল্লির বাতাসের গুণমান কিছুক্ষণ ধরে খুব খারাপ পর্যায়ে পৌঁছে যায়। প্রতিদিন সকালে শহর জুড়ে ধোঁয়ার চাদরের আস্তরণ পড়ছে আকাশে। কালীপুজোর দিন সকালেও বাতাসের মান প্রায় (৩২৮) নেমে এসেছে, যা প্রকৃতির জন্য খুবই খারাপ। বিহারে ভয়ানকভাবেএকিউআই ৪১৯ বাতাসের গুণগত মান পৌঁছেছে। তবে প্রশাসন দিওয়ালির কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে।

শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি। অনলাইনে বাজি বিক্রিও আগামী ২০২৫-এর ১ জানুয়ারি পর্যন্ত নিষেধ। যদিও পরিবেশ বান্ধব সবুজ বাজিকে ছাড় দিয়েছে প্রশাসন। ওই ধরনের বাজি দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে। প্রশ্ন উঠছে, এর পরেও কি দিল্লির দূষণ নিয়ন্ত্রণে থাকবে?