গঙ্গার ঘাট থেকে তলিয়ে গেল দুই বন্ধু! দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য
চারিদিকে চলছে দীপাবলি ও ভাইফোটার আমেজ। এবং প্রতিমুহূর্তে বাজি ফাটিয়ে চলেছে সাধারণ মানুষ। এবং ভাইফোঁটা সন্ধ্যে দুই বন্ধু মিলে বাজি ফাটাতে গিয়েছিল। আর গঙ্গার ঘাটে বাজি ফাটাতে যাওয়াই হলো কাল।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৪ নভেম্বর: চারিদিকে চলছে দীপাবলি ও ভাইফোটার আমেজ। এবং প্রতিমুহূর্তে বাজি ফাটিয়ে চলেছে সাধারণ মানুষ। এবং ভাইফোঁটা সন্ধ্যে দুই বন্ধু মিলে বাজি ফাটাতে গিয়েছিল। আর গঙ্গার ঘাটে বাজি ফাটাতে যাওয়াই হলো কাল। এই বাজি ফাটাতে গিয়েই দুই বন্ধু গঙ্গার ঘাট থেকে তলিয়ে গেলেন। খড়দহ থানার পুলিশ রাত দশটা নাগাদ ওই জোড়া দেহ উদ্ধার করে। ওই এলাকা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
অন্যান্য দিনগুলো ফাঁকাই থাকে সাধারণত খড়দহ থানার অন্তর্গত বাবাজি গঙ্গার ঘাট। আর ভাইফোটার দিন সন্ধ্যের সময় চার বন্ধু মিলে বাজি ফাটাতে গিয়েছিল সেখানে। এবং বাজি ফাটানোর সময় অসতর্কতার জন্য সমৃদ্ধ বন্দ্যোপাধ্যায় ও দেবজিত মুখোপাধ্যায় নামে দুইজন ছেলে তলিয়ে যান গঙ্গায়। ওইখানে থাকা প্রত্যক্ষদর্শীরাই তাদেরকে উদ্ধারের চেষ্টা করে। এবং তারা ব্যর্থ হওয়ায় গঙ্গায় চারিদিকে ডুবুরিদের নামিয়ে দেওয়া হয়। ওই দুই কলেজ পড়ুয়ার দেহ রাত দশটা নাগাদ উদ্ধার করা হয়। এবং এত আলোর উৎসবের মাঝে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
খড়দহ শহর যুব তৃণমূল সভাপতি দিব্যেন্দু চৌধুরী জানিয়েছেন, দুজনেই কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। দুই বন্ধুরই বাড়ি খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শ্যামের মন্দির এলাকায়। বাজি ফাটানোর সময় গঙ্গায় ভাঁটা থাকায় চার বন্ধুরই পা পলিতে আটকে যায়। দুজন কোনওরকমে উঠতে পারলেও সমৃদ্ধ ও দেবজিৎ গঙ্গায় তলিয়ে যায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।