দক্ষিণ ২৪ পরগনায় ফের পথ দুর্ঘটনা! মৃত তিনজন,আহত ২০
সোমবার দিন রাতে কয়েকজন সুন্দরবন দর্শনকারী বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে প্রায় কুড়িজন।মৃত্যু হল ৩ জনের মতো। যারা আহত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগদেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১২ নভেম্বর: সোমবার দিন রাতে কয়েকজন সুন্দরবন দর্শনকারী বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে প্রায় কুড়িজন।মৃত্যু হল ৩ জনের মতো। যারা আহত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগদেরই অবস্থা খুবই আশঙ্কাজনক। এবং হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত পঞ্চমের বাজার সংলগ্ন একটি এলাকা। একটি গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার জেরে সেই গাড়িটি বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা মারায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।ওই ঘটনাস্থলে তিনজন প্রাণ হারায়। মৃতদের নাম শোভন ওরফে রিন্টু পড়ুয়া। তিনি ছিলেন বিশ্বনাথ পুরের বাসিন্দা। রাজরাজেশ্বরপুরের এক দম্পতি চন্দ্রকান্ত শি ও পার্বতী শি। ওই ব্যক্তি একাধিকবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। আহতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমা গঞ্জের বাজার গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার সুন্দরবন বেড়াতে যাওয়ার জন্য দুটি ম্যারাডোরে করে প্রায় ৫০ জন ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গাড়ি ছাড়ার ৪ কিলোমিটারের মধ্যে একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে গদামথুরা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।