সামনেই আসছে জগদ্ধাত্রীর আরাধনা! কদিন ধরে চলবে পুজো! মহানবমী কবে? দেখে নিন একনজরে
বাঙালি এবার অপেক্ষা জগদ্ধাত্রী মায়ের। দুর্গা পুজো কালীপুজো ভাইফোঁটা কাটিয়ে বাঙালি মেতে উঠবে এবার জগদ্ধাত্রীর আরাধোনায়। আমরা সবাই জানি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাজ সয্যায় অন্যরকম। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। এই বছরের কবে থেকে শুরু পূজো? দেখে নিন একনজরে।
আজ এখন ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার, ৫নভেম্বর: বাঙালি এবার অপেক্ষা জগদ্ধাত্রী মায়ের। দুর্গা পুজো কালীপুজো ভাইফোঁটা কাটিয়ে বাঙালি মেতে উঠবে এবার জগদ্ধাত্রীর আরাধোনায়। আমরা সবাই জানি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সাজ সয্যায় অন্যরকম। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। এই বছরের কবে থেকে শুরু পূজো? দেখে নিন একনজরে।
জগদ্ধাত্রী পুজো কার্তিক মাসের শুক্লপক্ষে হয়। রাজা কৃষ্ণচন্দ্রের নাম পুজো শুরু হওয়ার সঙ্গে যুক্ত থাকে। এই বছরের ৭ই নভেম্বর থেকে শুরু হবে পুজো। সেদিন দশমী আর পুজো চলবে ১১ই নভেম্বর পর্যন্ত।
চলতি বছরেই দুর্গাপুজোর অষ্টমী নবমী একদিনেই পড়েছিল। তাই পুজো শেষ হয়েছে এবার তিন দিনে। যা নিয়ে পুজোপ্রেমীদের মন বেশ খারাপ। তবে এবার চারদিন ধরে চলবে জগদ্ধাত্রী পূজা। ৮ নভেম্বর মানে শুক্রবার সপ্তমী। অষ্টমী শনিবার ৯ তারিখ। ১০ তারিখ মহানবমী। মূলত এই দিনই সাড়ম্বরে মায়ের পুজো হয়।
জগদ্ধাত্রী পুজোর নাম আসলেই চন্দননগরের নাম উঠে আসে। তবে ইতিহাস থেকে জানা যায় এই পুজো শুরু হয় কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। জলঙ্গী তীরবর্তী এই শহরে পুজো হয় মহানবমীর দিনে। তবে পরে শুরু হওয়া চন্দননগরের পুজো চারদিনই হয়। দেবী মায়ের আরাধনায় আলোর মোড়কে সেজে উঠছে চন্দননগর থেকে কৃষ্ণনগর।