নিজের দিদাশাশুড়িকে কুপিয়ে খুন যুবকের! চাঞ্চল্য নদিয়ার কালীগঞ্জে
নদীয়াতে একজন স্বামী তার স্ত্রীর দিদাশাশুড়িকে ধারালো অস্ত্রের কোপ দেন। অভিযুক্তের স্ত্রী ও আর বিরুদ্ধে অভিযোগ আনেন। বৃহস্পতিবার গভীর রাতে নদীয়ার কালীগঞ্জে এই ঘটনাটি ঘটে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৮ নভেম্বর: নদীয়াতে একজন স্বামী তার স্ত্রীর দিদাশাশুড়িকে ধারালো অস্ত্রের কোপ দেন। অভিযুক্তের স্ত্রী ও আর বিরুদ্ধে অভিযোগ আনেন। বৃহস্পতিবার গভীর রাতে নদীয়ার কালীগঞ্জে এই ঘটনাটি ঘটে।আহতদের চিৎকার শুনে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। পুলিশ ওই দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহর নগর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাটা কি কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম রিয়া হালদার। তার বয়স মাত্র ২২ বছর। এবং তার দিদা ৬২ বছরের সারথি হালদার। তিনি জানিয়েছেন বৃহস্পতিবার রাতে তার স্বামী দীনেশ হালদার কুপিয়ে খুন করে। তবে খুনের কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। তবে সূত্রের খবর, কয়েকদিন আগেই রিয়ার সঙ্গে দীনেশের বিয়ে হয়। তবে তাদের পারিবারিক সমস্যা চলছিল, একে অপরের সঙ্গে হচ্ছিল না। ওই তরুণী কর্মসূত্রে বাইরেই থাকে। কয়েকদিন আগেই বাড়ি এসেছে।
গতকাল রাতে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে পলাশীপাড়া এলাকায় দিদিশাশুড়ির বাড়িতে যায় অভিযুক্ত। সেখানেই ছিলেন রিয়া। এর পরই ধারাল অস্ত্র দিয়ে দুজনকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের এক আত্মীয় বলেন, "ঘটনার খবর শুনে এসেছি। কী কারণে এই কাণ্ড কিছুই জানিনা।"