বীরভূমে ফেরার পর প্রথম কমিটি বৈঠক! মুখোমুখি হবেন অনুব্রত-কাজল?

বহুদিন পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। সমস্ত আনন্দ উৎসব মিটিয়ে অনুব্রত মণ্ডল এবার জেলা কোর কমিটির বৈঠকে বসবেন। এবার জেলা সভাপতি অনুব্রত ও কাজল তারা দুজনেই রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। তবে কি তারা দুজনে আদৌ সঙ্গে কাজ করবেন? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বীরভূমে ফেরার পর প্রথম কমিটি বৈঠক! মুখোমুখি হবেন অনুব্রত-কাজল?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৮ নভেম্বর: বহুদিন পর বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। সমস্ত আনন্দ উৎসব মিটিয়ে অনুব্রত মণ্ডল এবার জেলা কোর কমিটির বৈঠকে বসবেন। এবার জেলা সভাপতি অনুব্রত ও কাজল তারা দুজনেই রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। তবে কি তারা দুজনে আদৌ সঙ্গে কাজ করবেন? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কয়েক মাস আগেই অনুব্রত কে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকে মুখ্যমন্ত্রী বীরভূমে একটি করে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন। আগস্ট মাসেও জেলা কমিটির বৈঠক বসেছিলেন। তার ঠিক তিন মাস পরেই অনুব্রত মণ্ডল আবারো জেলা সভাপতি হিসেবে বৈঠকে উপস্থিত হন। এই অনুষ্ঠানে কাজল শেখ সহ আরো অন্যান্য সদস্যরা থাকবেন। বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।  বিকাশ রায়চৌধুরী জানান, বৈঠকের দিনটি কমিটির সবার সাথে আলোচনা করে স্থির করা হবে। তবে আগামী ১৬ই নভেম্বর বোলপুর জেলার তৃণমূল ভবনে এই বৈঠকটি হবে এমনটাই সূত্রের খবর। 

উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে নেন। তখনই তিনি জেলা পরিচালনায় কোর কমিটি গঠন করে দেন। কিন্তু সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরাননি। অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরে পুরনো সাম্রাজ্য পেতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। তবে তা কোর কমিটিকে উপেক্ষা করেই। বিষয়টা জানামাত্রই রাজ্যের তরফে অনুব্রতকে কোর কমিটির সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়। তার পরই এবার বৈঠকের আয়োজন করা হচ্ছে। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক যে কোনওদিনই সুমধুর নয়, তা সকলেরই জানা। বিজয়া সম্মেলনে অনুব্রত ও তাঁর অনুগামীরা হাজির থাকলেও কাজল-কেষ্টকে একমঞ্চে দেখা যায়নি।