দোকানে মিলল প্রৌঢ়ের গলা কাটা রক্তাক্ত দেহ! নেপথ্যে কে বা কারা?

সাতসকালে ভাঙড়ের শাকসায় ঘটে গেছে এক দোকান থেকে নাকি উদ্ধার হয়েছে প্রৌঢ়ের গলাকাটা দেহ।ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এর নেপথ্যে রয়েছে?

দোকানে মিলল প্রৌঢ়ের গলা কাটা রক্তাক্ত দেহ! নেপথ্যে কে বা কারা?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২২অক্টোবর:  সাতসকালে ভাঙড়ের শাকসায় ঘটে গেছে এক চঞ্চল্যকর ঘটনা। ওই এলাকার এক দোকান থেকে নাকি উদ্ধার হয়েছে প্রৌঢ়ের গলাকাটা দেহ। সারা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। কি কারনে হত্যাকাণ্ড? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, তার নাম ছিল জব্বর মোল্লা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শাকসা এলাকায় তিনি তার শ্বশুর বাড়িতে থাকতেন। এবং তার বয়স ৫৫ বছর। আরেকটি চায়ের দোকান ছিল। এবং রাত্রে বেলায় তিনি ওইখানেই ঘুমাতেন। দিন গুলির মতন সোমবারও তিনি দোকান যথাযথ বন্ধ করে রাতের বেলা ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরের বেলায় পরিবারের সদস্যরা দেখেন, দোকানের মধ্যে পড়ে আছে তাঁর গলাকাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে দোকান।

ঘটনাটি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া ভাঙড় থানায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এর নেপথ্যে রয়েছে? মৃত প্রৌঢ়ের সঙ্গে কারও কোনও অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।