আর জি কর ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ! কি বললেন তিনি?
গত ৮ই আগস্ট আর জি করে তিলোত্তমা কান্ড কে নিয়ে তোলপাড় সারা বাংলা জুড়ে। যাতে তিলোত্তমা দোষী শাস্তি পায় সেই নিয়ে আন্দোলন করে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা। এরমধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৬ নভেম্বর: গত ৮ই আগস্ট আর জি করে তিলোত্তমা কান্ড কে নিয়ে তোলপাড় সারা বাংলা জুড়ে। যাতে তিলোত্তমা দোষী শাস্তি পায় সেই নিয়ে আন্দোলন করে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা। এরমধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি যে, "জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। যাদের এতে হাত ছিল তাঁদের উদ্দেশ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করা।" পালটা দিয়েছেন বিরোধীরাও।
বাংলার ৬ আসনে উপনির্বাচন করা হবে আগামী ১৩ নভেম্বর। তাই এখন সব দলগুলি স্বাভাবিকভাবেই প্রচারের জন্য বেরিয়ে পড়েছে। আর সেদিন সকালে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ও কোচবিহারে প্রচারে যান। এবং সেখানে গিয়ে শাসক দলকে একাধিক বিষয় নিয়ে নিশানা করেন। সেই সময় উঠে আসে আরজি করের ইস্যু ও আন্দোলনের কথা। তখনই দিলীপ এক বিস্ফোরক দাবি করেন। দিলীপের কথা অনুযায়ী, আন্দোলনকারীরা একটা চিন্তা ভাবনা নিয়ে বিচারের জন্য আন্দোলনে নেমেছে। তবে আগামী দিনে তা অন্যদিকে মোড় নেয়। এবং তার অনুমান কেউ হয়তো এই আন্দোলনকে পেছন থেকে পরিচালনা করছে। এবং যাদের মূল উদ্দেশ্য হলো মুখ্যমন্ত্রীকে রক্ষা করা। এই কারণেই এই আন্দোলনের বিরুদ্ধে মমতার কোন স্লোগান তোলা হয়নি। বিজেপির নেতা আরো বলেন যে জুনিয়র ডাক্তাররা বুঝতে পারেনি যে, "আন্দোলন অন্ধকারে।"
তবে কাদের বিঁধলেন দিলীপ ঘোষ? শাসকদল বারবার দাবি করেছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে রয়েছে বাম-বিজেপি। লিবারেশনের প্রচ্ছন্ন মদতের ইঙ্গিতও মিলেছে। এই পরিস্থিতিতে কি বামেদেরই বিঁধলেন দিলীপ? নাকি দলের নেতাদের খোঁচা দিতেই এই মন্তব্য? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এদিন সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখার কথাই বলেছেন দিলীপ।