মুর্শিদাবাদে জুনিয়র ডাক্তারের গাড়ির ধাক্কায় মৃত্যু শিক্ষকের!

গাড়ির লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল একজন জুনিয়র ডাক্তার। তার গাড়ির ধাক্কায় এক প্রাথমিক স্কুলের শিক্ষক প্রাণ হারায়

মুর্শিদাবাদে জুনিয়র ডাক্তারের গাড়ির ধাক্কায় মৃত্যু শিক্ষকের!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয় কর্মকার,২৮ অক্টোবর: গাড়ির লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল একজন জুনিয়র ডাক্তার। তার গাড়ির ধাক্কায় এক প্রাথমিক স্কুলের শিক্ষক প্রাণ হারায়। সোমবার দিন কান্ট্রি থেকে বহরমপুর আসার সময় উদয় চাঁদপুরে এই দুর্ঘটনাটি ঘটে। এবং ঘটনাটি তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

বাকি দিনের মতন সোমবারও ভোর বেলায় হাঁটতে বেরিয়েছিলেন মঙ্গল সরকার। পুলিশ সূত্রে দাবি ওই প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক এর বয়স পঁয়ষট্টির কাছাকাছি। চাঁদপুর এলাকায় একটা ছোট চারচাকা ধাক্কা মারে মঙ্গল সরকারকে। এবং মুহুর্তের মধ্যে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ওইখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ি চালক ছিল পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ বর্ষের পড়ুয়া।

সোমবার সকালে নিজেই গাড়ি চালিয়ে কান্দি থেকে বহরমপুর আসছিলেন তিনি। সেই সময় উদয়চাঁদ পুর এলাকায় পথচারীকে সজোরে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মঙ্গল সরকার। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। জুনিয়র ডাক্তারকে আটক করেছে পুলিশ। বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয় তাকে। লাইসেন্স ছাড়া কীভাবে চারচাকা গাড়ি চালালেন গাড়িচালক জুনিয়র চিকিৎসক, উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।