Breaking news : মহারাষ্ট্রের নাগপুরে শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহত কত?
ফের ট্রেন এক্সিডেন্ট। কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের নাগপুর শালিমার এক্সপ্রেসের দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে।
ফের ট্রেন এক্সিডেন্ট। কিছুক্ষণ আগেই মহারাষ্ট্রের নাগপুর শালিমার এক্সপ্রেসের দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। কালামনা স্টেশনের কাছে 18029 নম্বর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সিনিয়র ডিসিএম দিলীপ সিং জানিয়েছেন, নাগপুরের কাছে কালামনা স্টেশনের কাছে ট্রেন নম্বর 18029 CSMT শালিমার এক্সপ্রেসের দুটি কোচ S2 এবং পার্সেল ভ্যান লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য রেল প্রশাসন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই। রেলওয়ে প্রশাসন একটি হেল্পলাইন চালু করেছে এবং যাত্রীদের মৌলিক সুবিধা প্রদান শুরু করেছে। এই ট্রেনটি মুম্বাই এলটিটি নামেও পরিচিত।