বারাসাত হাসপাতালে বাইরে করে ক্ষতবিক্ষত দেহ!কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?

আজ সকালে বারাসাত মেডিকেল কলেজের বাইরে ভ্যানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই দেহের একাধিক অংশ যেমন-মাথা, হাত, চোখ, দাঁত সহ পড়ে আছে। মেডিকেল কলেজের বাইরে ভ্যান থেকে দেহর একাধিক অংশ টুকরো অবস্থায় পাওয়া গেছে।

বারাসাত হাসপাতালে বাইরে করে ক্ষতবিক্ষত দেহ!কী বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৪নভেম্বর: আজ সকালে বারাসাত মেডিকেল কলেজের বাইরে ভ্যানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই দেহের একাধিক অংশ যেমন-মাথা, হাত, চোখ, দাঁত সহ পড়ে আছে। মেডিকেল কলেজের বাইরে ভ্যান থেকে দেহর একাধিক অংশ টুকরো অবস্থায় পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে সারা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে ওই দেহাংশ কোথা থেকে এলো হাসপাতালের সামনে তা নিয়ে এখনো ধোঁয়াচে চলছে। 

বাদবাকি দিনের মতন আজ সকালেও ওই হাসপাতালের সাফাইকর্মীরা ভ্যান সাফ করছিলেন। ওইখানকার নোংরা পরিষ্কার করতে গিয়ে দেখে,ভ্যাটে রক্ত ও দেহাংশ পড়ে। ওই দেহর হাত-পায়ের টুকরো শুরু করে চোখের অংশও উদ্ধার করেছে। ওই সাফাই করবি না সঙ্গে সঙ্গে হাসপাতালে খবর দেন। অধ্যক্ষ ডা. সুহৃতা পালের কাছে এই খবরটি পায়। এদিকে সকাল থেকেই হাসপাতালে আসা রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

এখানকার এক সাফাই কর্মী নিতাই মণ্ডল বলেন, "প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দপ্তরের বিষয়টি জানিয়েছি।" এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রনজিত মুখোপাধ্যায় বলেন, "এটা কোনও বেওয়ারিশ দেহ নয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে। সেটি ওখানে ফেলে রেখেছে হয় তো মেডিক্যাল পড়ুয়ারা। এটা সরিয়ে দেওয়া হবে।"

রাজ্যের মধ্যে বারাসত মেডিক্যাল কলেজে হাসপাতাল একমাত্র যার মূল দরজা রাতভর খোলা থাকে। হাসপাতালের ৫টি মূল দরজাই দিয়ে অবাধে যে কেউ যাতায়াত করতে পারে বলেই খবর হাসপাতাল সূত্রে। তবে নয়া নিয়ম অনুযায়ী, হাসপাতাল সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। তার পরেও দেহ পড়ে থাকার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।