East Medinipur: গরম থেকে মুক্তি পেতে বৃষ্টিপাত রামনগরের প্রাইমারি স্কুলে

East Medinipur: গরম থেকে মুক্তি পেতে বৃষ্টিপাত রামনগরের প্রাইমারি স্কুলে

চারিদিকে তীব্র গরম। কিন্তু রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারী স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত। কি শুনে অবাক হলেন। বাইরে প্রচন্ড গরম। ইতিমধ্যে তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রির অধিক। এদিকে বৃষ্টির দেখাও নেই, নেই স্বস্তির খবরও। তাই কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিল রামনগর এলাকার সোনপুরের আনন্দ নিকেতন নার্সারী স্কুল। এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা। যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মত।  তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে। বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ। তীব্র দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ট, তাপমাত্রা ৩৫ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই  ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের  ভিতরের তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রী সেলসিয়াস। বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে বেশ ঠাণ্ডা । একারণে ছাত্রছাত্রীরা নির্দ্বিধায় পঠন পাঠন করতে পারছে। এমন প্রচণ্ড গ্রীষ্মের দিনে বৃষ্টির এক স্বস্তির আমেজ ফেরাতে প্রাইমারি স্কুলের এ এক সত্যিই অভিনব উদ্যোগ।