প্রয়াত বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল ইসলাম! শ্রদ্ধার্ঘ্য জানালেন আজ এখন পত্রিকার সম্পাদক

গত বুধবার প্রয়াত হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল ইসলাম। সাংসদের মৃত্যুর খবর শুনে পুরনো দিনের কিছু স্মৃতি মনে করলেন 'আজ এখন পত্রিকার সম্পাদক সুরমান আলি মণ্ডল। যেন স্মৃতিকাতরতা। একটা সময়ে তৃণমূলের সক্রিয় সদস্য হিসাবে কাজ করেছেন তিনি।

প্রয়াত বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল ইসলাম! শ্রদ্ধার্ঘ্য জানালেন আজ এখন পত্রিকার সম্পাদক

আজ এখন, কলকাতা :  গত বুধবার প্রয়াত হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল ইসলাম। সাংসদের মৃত্যুর খবর শুনে পুরনো দিনের কিছু স্মৃতি মনে করলেন 'আজ এখন পত্রিকার সম্পাদক সুরমান আলি মণ্ডল। যেন স্মৃতিকাতরতা। একটা সময়ে তৃণমূলের সক্রিয় সদস্য হিসাবে কাজ করেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনে বুধবার পত্রিকার সম্পাদক জানান, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামই তাঁকে হজ কমিটির সদস্য বানিয়েছিলেন। পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেইসময় থেকেই হাজি নুরুলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। এদিন পত্রিকার সম্পাদক সুরমান আলি জানান, 'আমার সঙ্গে হাজি নুরুল ইসলামের সম্পর্ক খুবই ভাল ছিল। যখনই উনি ডাকতেন, তখনই আমি হাজির হয়ে যেতাম। বামেদের শাসনকালে হাজি নূরুল ইসলাম তৃণমূলের সংগঠনকে শক্ত হাতে তৈরি করেছিলেন। সেই সময় থেকেই বসিরহাটের সাংসদের সঙ্গে আমার সম্পর্ক গাঢ় হয়।'

উল্লেখ্য, একটা সময়ে তৃণমূলের সংখ্যালঘু শাখার সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন সুরমান আলি মণ্ডল। পাশাপাশি বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। কিন্তু ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসেন সুরমান আলি মণ্ডল। তৃণমূল ছেড়ে বেরিয়ে আসার কারণ হিসাবে 'আজ এখন' পত্রিকার সম্পাদক জানান, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, অরূপ বিশ্বাসের ষড়যন্ত্রেই তাঁকে তৃণমূল ছাড়তে হয়েছিল। তাঁদের নোংরা রাজনীতির কারণেই তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে আসেন। তবে তাঁর সঙ্গে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্পর্ক শেষ দিন পর্যন্ত ছিল।