হাওড়া পুরসভায় পুজোর আগেই নিকাশি ও সাফাই অভিযান!
মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভার তরফ থেকে ডুমুরজলার ইন্ডোর স্টেডিয়ামে "স্বচ্ছতা হী সেবা-২০২৪" নামে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরসভার প্রত্যেক নিকাশি ও সাফাই কর্মীদের স্মারক, মিষ্টির প্যাকেট ও শাল দিয়ে সংবর্ধিত করা হয়। পুজোর আগে নিকাশি ও সাফাই বিভাগের কর্মচারিদের সংবর্ধনা দিল হাওড়া পুরসভা।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয় কর্মকার, ২রা অক্টোবর: মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভার তরফ থেকে ডুমুরজলার ইন্ডোর স্টেডিয়ামে "স্বচ্ছতা হী সেবা-২০২৪" নামে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরসভার প্রত্যেক নিকাশি ও সাফাই কর্মীদের স্মারক, মিষ্টির প্যাকেট ও শাল দিয়ে সংবর্ধিত করা হয়। পুজোর আগে নিকাশি ও সাফাই বিভাগের কর্মচারিদের সংবর্ধনা দিল হাওড়া পুরসভা। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, পুর কমিশনার বন্দনা পোখরিওয়াল সহ হাওড়া পুরসভা এবং রাজ্যের পুর দফতরের আধিকারিকরা।
ডা: সুজয় চক্রবর্তী এদিন বলেন,সাফাই বিভাগের কর্মীরা হাওড়া পরিষ্কার রাখেন। এই বিভাগের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের আমরা সম্মান জানালাম। পুরসভার সাফাই বিভাগ একটি পরিবারের মতো। আমাদের লক্ষ্য একটাই হাওড়াকে পরিষ্কার রাখা। রাত্রিকালীন পরিষেবা হাওড়া পুরসভা অত্যন্ত ভালোভাবে পালন করছে। হাওড়াকে পরিষ্কার রাখার দায়িত্ব এদের কাঁধেই রয়েছে। নিকাশি ও সাফাই কর্মীরা কাজ করেন বলেই বিভিন্ন উৎসব অত্যন্ত নিশ্চিন্তভাবে সম্পন্ন করা সম্ভব হয়। এরা সারা বছর ধরে ১০০ শতাংশ কাজ করেন। এদিন তারই স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরা ছাড়া হাওড়া পরিষ্কার থাকবে না।
হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার কেদার ভট্টাচার্য রোডে এবার তল্লাশিতে এনআইএ। সিদ্ধসত্ব রায়ের খোঁজে মঙ্গলবার তল্লাশি চালায় তারা। মৌলনা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন সিদ্ধসত্ব। জানা গেছে, তিন বছর আগেই তিনি ছেড়েছেন ঘর। তাঁরই খোঁজে হাওড়ায় আসেন এনআইএ-র আধিকারিকরা। তাঁর বাবা জানান, এদিন এনআইএ, এসটিএফ এবং লোকাল থানার আধিকারিকরা বাড়িতে আসেন। আমি তাদের সম্পূর্ণ সহযোগিতা করেছি। ছেলের সাথে প্রায় চার বছর ধরে কোনও যোগাযোগ নেই। সে মৌলোনা আজাদ কলেজে বাণিজ্য শাখায় ভর্তি হয়েছিল। ছেলে মাঝে মাঝে বাড়িতে আসে। শেষবার এসেছিল পরশুদিন। কাল চলে গেছে। ছেলে কোনও সংগঠনের সাথে যুক্ত আছে কিনা তা জানা নেই।