সকল জল্পনাকে উসকে দিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট! তবে কী প্রার্থী হিসেবে দেখা যাবে তাঁদের মুখ?
বহুদিন ধরেই রাজনীতিতে যোগের জল্পনা চলছিল দেশের দুই তারকা কুস্তিগির বজরং পুনিয়া (Bajarang Punia) এবং বিনেশ ফোগাটের (Vinesh Phogat)। সূত্র অনুযায়ী শোনা যাচ্ছিল, তাঁরা কংগ্রেসের হয়ে লড়তে পারেন আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections)। এই জল্পনা আরও উসকে দিয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে দেখা করলেন বজরং এবং বিনেশ।
যদিও কংগ্রেস এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছে (Congress) দুই পদকজয়ী কুস্তিগিরের যোগদান নিয়ে। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) হরিয়ানার চেয়ারম্যান দীপক বাবারিয়া জানিয়েছেন, এই ধোঁয়াশা পরিষ্কার হবে বৃহস্পতিবার। কংগ্রেস তার আগের দিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল রাহুলের সঙ্গে বিনেশ এবং বজরংয়ের ছবি।
বহু কুস্তিগির গত বছর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ করেছিলেন। বিনেশ, বজরং এবং আর এক পদকজয়ী সাক্ষী মালিক ছিলেন সেই প্রতিবাদের পুরোভাগে।
৫ অক্টোবর নির্বাচন হবে হরিয়ানার ৯০টি বিধানসভা আসনে, ৮ তারিখ হবে ফলাফল ঘোষণা। সূত্রের খবরে জানা গিয়েছে, কংগ্রেস ৯০টির মধ্যে ৬৬ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে। তবে এখনও জানানো হয়নি তাদের নাম। সূত্রের খবর, দিন দুয়েকের মধ্যেই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ হবে। বজরং-বিনেশের নামও থাকতে পারে সেই তালিকায়।