মনোজ মিত্রের শারীরিক অবস্থার বিষয় নিয়ে পরিবার জানালো এক স্বস্তির খবর!
সল্টলেকে(Salt Lake) রবিবার বিকেলে এক বেসরকারি হাসপাতালে(hospital) ভর্তি হন মনোজ মিত্র। এদিন মঙ্গলবার(Thursday) দুপুরে চলচ্চিত্র জগত ও বাংলা থিয়েটার কিংবদন্তি শিল্পী মনোজ মিত্রের শারীরিক অবস্থা (Manoj Mitra Health Update) সম্পর্কে সুখবর শোনালেন তাঁর অনুজ সাহিত্যিক । ফেসবুকে একটি পোস্ট করে অমর মিত্র সকলকে একথা জানিয়েছেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৪ সেপ্টেম্বর:সল্টলেকে(Salt Lake) রবিবার বিকেলে এক বেসরকারি হাসপাতালে(hospital) ভর্তি হন মনোজ মিত্র। এদিন মঙ্গলবার(Thursday) দুপুরে চলচ্চিত্র জগত ও বাংলা থিয়েটার কিংবদন্তি শিল্পী মনোজ মিত্রের শারীরিক অবস্থা (Manoj Mitra Health Update) সম্পর্কে সুখবর শোনালেন তাঁর অনুজ সাহিত্যিক । ফেসবুকে একটি পোস্ট করে অমর মিত্র সকলকে একথা জানিয়েছেন।
অমর মিত্র লিখেছেন, কিছু আগে গিয়ে দেখে এলাম তিনি খবরের কাগজ পড়ছেন। তিনি আমাকে কেবিনের ভিতর থেকে দেখতে পেয়ে আনন্দে ডেকে উঠলেন, বাবুজি। আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি। বাঞ্ছারাম উঠে বসেছে। অনুরাগীরা এখন নিঃসন্দেহে এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন। অমর মিত্র আরো বলেন যে, তাকে কিছুদিন চিকিৎসকদের আওতায় মধ্যে রাখতে হবে, এবং তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হলেও ডাকলে সাড়া মিলছে।
সোশ্যাল মিডিয়াতে সোমবার সকাল থেকে হঠাৎ করে থেকে হঠাৎ করেই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তখন বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে সেই সময়ও অমর মিত্রকে ফোন করা হয়েছিল। তিনি বলেন, ‘মনোজ মিত্রর শুধুমাত্র অবস্থা সঙ্কটজনক এবং তাঁর মৃত্যুর খবর একেবারেই ভুয়ো।তবে তিনি বেঁচে রয়েছেন।’ ভুয়ো খবরের বিরুদ্ধে ফেসবুকে পোস্টও করেছেন তিনি।
শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন মনোজ মিত্র। দশকের পর দশক ধরে তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। সেই সঙ্গে পরিচালনা ও নাট্যকার হিসেবেও তাঁর খ্যাতি সর্বজনবিদিত। ‘বাঞ্ছারামের বাগান’-এর মতো নাটক লেখার পাশাপাশি ‘আদর্শ হিন্দু হোটেল’-এর মতো সিরিয়ালে তাঁর অভিনয় আজও মুগ্ধ করে বাঙালি দর্শককে। বর্ষীয়ান শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীরা।