শিলিগুড়ির বহুতলের শৌচালয় থেকে উদ্ধার এক নার্সের ঝুলন্ত দেহ!

রহস্যজনকভাবে শিলিগুড়িতে এক নার্সের মৃত্যু। তার দেহ নাকি শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হয় পুলিশ।

শিলিগুড়ির বহুতলের শৌচালয় থেকে উদ্ধার এক নার্সের ঝুলন্ত দেহ!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২০ অক্টোবর: গত ৮ই আগস্ট আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণীর ধর্ষণ হয়ে খুনের কান্ড নিয়ে সারা রাজ্য এখনও তোলপাড় হয়ে চলেছে। তার মধ্যে রহস্যজনকভাবে শিলিগুড়িতে এক নার্সের মৃত্যু। তার দেহ নাকি শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির নাম অর্চনা থাপা। তিনি ছিলেন দার্জিলিং এর বাসিন্দা। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তিনি চাকরি করতেন। এবং পেশায় তিনি একজন ছিলেন নার্স। তিনি মিলন পল্লীতে ২৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন নার্স এর সাথে একটি বহুতলে থাকতেন। তার বয়স ছিল মাত্র ২৫ বছর। সেখানকার স্থানীয়দের দাবি, ওই বহুতলে নানার ধরনের অসামাজিক কার্যকলাপ চলত। আর নানান ধরনের বাইরের লোকেদের ও আনাগোনা চলত। স্থানীয়রা নাকি শুক্রবার রাতে হঠাৎ করে দেখে একটি অ্যাম্বুলেন্স ওই বহুতলের সামনে এসে দাঁড়ায়। এবং বাকিদের সন্দেহ হয়েছিল যে কি হয়েছে? পরে শোনা যায় সেইখানে এক নার্সের রহস্যমৃত্যু হয়েছে।

পরে জানা গিয়েছে, ওই অ্যাম্বুলেন্সে করে দেহ পাচারের চেষ্টা করা হচ্ছে। তাতেই বাধা দেন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। স্থানীয়দের ছোড়া ইটের ঘায়ে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন বলেই খবর। নার্সের রহস্যমৃত্যু এবং পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা রুজু হয়েছে। আত্মহত্যা নাকি খুন করা হয়েছে নার্সকে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।