দেবকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান যুবকের, পালটা গান্ধিগিরি তৃণমূলের বিদায়ী সাংসদের
দেবকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান যুবকের, পালটা গান্ধিগিরি তৃণমূলের বিদায়ী সাংসদের
উত্তর দিনাজপুরে প্রচারে এসে বাগডোগরা বিমানবন্দরে ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান তুললেন এক যুবক । তবে কোনও বিরক্তি প্রকাশ না করে দেব জড়িয়ে ধরলেন ওই যুবককে। মেলালেন হাতও। পরে এই প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, 'রাম নবমীতে জয় শ্রীরাম বলতে আমার কোনও অসুবিধা নেই। ভারতবাসীকে কেউ ধর্ম শেখায় না। আমরা মসজিদে যাই আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। অনেক সময় বিরোধী দলের লোকেরা দেখলে স্লোগান দেন , ঠিক আছে।” অভিনেতা-বিদায়ী সাংসদ আরও বলেন, “দেব জানে সবটা কী ভাবে সামলাতে হয়। সব কিছু রাগ, অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েও হয়।” যে ব্যক্তি তাঁকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলেছেন, সে ব্যক্তি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, তিনি আগে ভারতবাসী। এমনটাই মনে করেন দেব। তাঁর কথায়, “সবার আগে উনি ভারতবাসী এবং আমরাই এই বিভাজনটা করে রেখেছি। হিন্দু মুসলিম, বিজেপি, তৃণমূল— বড় বড় নেতা এই বিভাজন তৈরি করে। ভালবাসা দিয়ে সবটাই হয়। উনি ‘জয় শ্রীরাম’ বলছেন আমাকে দেখে, এটা ওঁর দোষ নয়।” নির্বাচনী প্রচারে তিনি ভাল সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন দেব। তিনি বলেন, “আমি চাই, সব আসনই আমরা জিতব। কিন্তু বাকিটা জনসাধারণের উপর নির্ভর করবে।”