নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ

অভিযোগ উঠেছে যে চাকরি ও ভোটের টিকিট দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ব্যক্তিগত সচিব পরিমল রায় এই কাজটি করেছে। ময়নাগুড়ির থানার পুলিশ অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করেছে।

নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৪ নভেম্বর: অভিযোগ উঠেছে যে চাকরি ও ভোটের টিকিট দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ব্যক্তিগত সচিব পরিমল রায় এই কাজটি করেছে। ময়নাগুড়ির থানার পুলিশ অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করেছে।

এলাকায় তার পরিচয় বিজেপির নেতা হিসেবে। আর তিনি ২০১৬ সালে বিজেপির মন্ডল সভাপতি দায়িত ছিল। নিশীথের আত্ম সহায়ক পরিমাণ বিধানসভার প্রার্থী করা হবে বলে টোপ দেন। তার কণ্ডকারখানা এখানেই শেষ না। বিশ্বনাথের এক আত্মীয় কে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি বিশ্বাসঘাতকতা করেন। সেই বাবদ কয়েক লক্ষ টাকা তিনি হাতিয়ে নেন।

তার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি পাননি কেউই। একাধিকবার পরিমলকে এ বিষয়ে জিজ্ঞেস করেও কোনও লাভ হয়নি। চাকরিও মেলেনি। পরবর্তীতে টাকা ফেরত চান বিশ্বনাথবাবুরা। কিন্তু টাকাও মেলেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে পুলিশের দারস্থ হন বিশ্বনাথ শীল। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার। অভিযোগকারীর কথায়, "টাকা দেওয়ার পর দীর্ঘদিন পেরিয়েছে। টাকা ও চাকরি কিছুই মেলেনি। এর পরই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হই।"