তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল
তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল
এবার তৃণমূলের ক্ষোভের মুখে পড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ঘটনাটি ঘটেছে দাঁতনের কুসুমি এলাকায়। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি প্রার্থী তথা আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল। প্রচারে বেরিয়ে তার গাড়ির র্যালি যাওয়ার সময় দাঁতনের কুসমি এলাকায় ক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তৃণমূলের দলীয় ঝান্ডা ও কালো পতাকা হাতে নিয়ে বেশ কয়েকজন তৃণমূল সমর্থিত মহিলারা স্লোগান দিতে থাকেন। এবং কয়েকজন কালো জামা নেড়ে তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকেন।যদিও বিজেপি প্রার্থী এই ঘটনায় গাড়ি না থামিয়ে পাশ দিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান। এই ঘটনায় পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও স্লোগান দিতে থাকেন।
যদিও এ বিষয়ে প্রার্থী কিছু না বললেও বিজেপির জেলা মুখপত্র অরূপ দাস বলেন,” রুচিহীন অসভ্য বর্বর তৃণমূল।এই এলাকায় তৃণমূল প্রার্থীর জুন মালিয়া হারবে বলে নিশ্চিত জেনেই এই ধরনের বর্বর আচরণ করছে।
ওই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেন যারা বিজেপি প্রার্থী কে দেখে বিক্ষোভ দেখিয়েছে,তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।