তিন চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর
আরজি কর (RG kar) কাণ্ডে এবার বিপাকে তিন চিকিৎসক। ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে ও ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের বউবাজার থানায়।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৯ সেপ্টেম্বর: আরজি কর (RG kar) কাণ্ডে এবার বিপাকে তিন চিকিৎসক। ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস, ডাক্তার অভিক দে ও ডাক্তার রঞ্জিত সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের বউবাজার থানায়। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, অভিযোগকারী অঞ্জন মণ্ডল-সহ আরও বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অভিযোগ এনেছেন এই তিন চিকিৎসকের (doctors)বিরুদ্ধে। ওই জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত তিন ডাক্তার ভয় দেখাচ্ছিলেন তাঁদের। এই মর্মেই বৌবাজার থানা এফআইআর দায়ের করেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে।
এদিকে আরজি কর তদন্তে আজও সিবিআই (CBI) দফতরে এলেন আরজি করের এমএসভিপি সপ্তর্ষী চট্টোপাধ্যায়। এই নিয়ে তৃতীয় দিন তিনি সিবিআই দফতরে এলেন। দু্র্নীতি মামলায় ইতিমধ্যে প্রচুর নথি সংগ্রহ করেছে সিবিআই। সেই সমস্ত নথি খতিয়ে দেখার জন্য উনি আসছেন বলে সূত্রের খবর।