এখানেও আরজি করের মতো ঘটনা ঘটানো হবে, হুমকি চিকিৎসককে!
তিলোত্তমার বিচার চেয়ে যখন উত্তাল রাজ্য তখনই বাইপাসের ধারে অবস্থিত নামজাদা বেসরকারি এক হাসপাতালে আবারও মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ। আইসিইউ-র সামনে তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রে খবর রোগীর পরিবারের সদস্য হুমকি দেন,‘আরজি করের মতো ঘটনা ঘটানো হবে।’ ঘটনায় গ্রেফতার রোগীর পরিবারের এক সদস্য।
আজ এখন ডেস্ক,দেবপ্রিয় কর্মকার,১২, ই সেপ্টেম্বর:তিলোত্তমার বিচার চেয়ে যখন উত্তাল রাজ্য তখনই বাইপাসের ধারে অবস্থিত নামজাদা বেসরকারি এক হাসপাতালে আবারও মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ। আইসিইউ-র সামনে তাঁকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রে খবর রোগীর পরিবারের সদস্য হুমকি দেন,‘আরজি করের মতো ঘটনা ঘটানো হবে।’ ঘটনায় গ্রেফতার রোগীর পরিবারের এক সদস্য।
বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলা চিকিৎসক রাত্রি সাড়ে দশটা নাগাদ ডিউটি করছিলেন। অভিযোগ, আইসিইউ-র সামনে তাঁকে অভিযুক্ত হিন্দিতে বলে, ‘ইহা পে আরজি কর হো জায়েগা‘ যার বাংলা তর্জমা দাঁড়ায়, ‘আরজি করের মতো ঘটনা ঘটানো হবে।‘ এরপরই ওই হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অভিযোগ জানানো হয়, অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেনি। তারই প্রতিবাদে এমার্জেন্সি বিভাগে বন্ধ রাখা হয় রোগী ভর্তি। চিকিৎসকদের দাবি ছিল,যতক্ষণ না পর্যন্ত ওই অভিযুক্তকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত কোনও রকম পরিষেবা দেওয়া হবে না এমার্জেন্সি বিভাগে। এরপর ঘটনাস্থলে আসে ফুলবাগান থানার পুলিশ। রোগীর পরিজনের এক সদস্যকে গ্রেফতার করেন পুলিশ কর্মীরা।