বিয়ের অনুষ্ঠানে ক্ষীর খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ, ভর্তি হতে হল হাসপাতালে

ফের শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাও জেলা। একটা আঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে এই জেলায়। এক বিয়ে বাড়িতে তৈরি ক্ষীর খেয়ে বর সহ 100 জনেরও বেশি লোক অসুস্থ হয়ে পড়েছেন

বিয়ের অনুষ্ঠানে ক্ষীর খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ, ভর্তি হতে হল হাসপাতালে

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 12 নভেম্বর: ফের শিরোনামে উত্তরপ্রদেশের উন্নাও জেলা। একটা আঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে এই জেলায়। এক বিয়ে বাড়িতে তৈরি ক্ষীর খেয়ে বর সহ 100 জনেরও বেশি লোক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে বমি ও ডায়রিয়ার মত উপসর্গ দেখা গেছে। ইতিমধ্যেই অসুস্থদের দ্রুত সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। চিকিৎসার পর কয়েকজনকে বাড়িতে পাঠানো হয়েছে এবং কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গিয়েছে, সোমবার সফিপুর থানা এলাকার রসুলপুর গ্রামের বাসিন্দা আবরারের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবার ও বিয়ের অতিথিদের জন্যও ক্ষীর প্রস্তুত করা হয়েছিল। তথ্য অনুযায়ী, মানুষ ক্ষীর খাওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকে। এরপরই শুরু হয় বমি ও পেটে ব্যথা।

অতঃপর লোকজন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য আশেপাশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবরে জানা গিয়েছে, চিকিৎসার পরে, বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন এবং কিছু লোক এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।