সাতসকালে ভ্যানের ধাক্কায় মৃত্যু ৩ ভ্রমণকারীর! হাসপাতালে আরও দুই
আজ সকালে মালদাহে এক ভয়ানক পথ দুর্ঘটনা ঘটে। খুব সাবধানতায় পিকআপ ভ্যান চালাচ্ছিল একজন যুবক। এবং সেই ভ্যানের ধাক্কা খেয়েই তিনজনের মৃত্যু হয়।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৮ নভেম্বর: আজ সকালে মালদাহে এক ভয়ানক পথ দুর্ঘটনা ঘটে। খুব সাবধানতায় পিকআপ ভ্যান চালাচ্ছিল একজন যুবক। এবং সেই ভ্যানের ধাক্কা খেয়েই তিনজনের মৃত্যু হয়। তারা সকালবেলায় আঁকতে বেরিয়েছিলেন। এই দুর্ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কাবুয়ারোড কালীমন্দির সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটে। তবে গুরুতর ভাবে যখন হয়েছে ওই ভ্যানচালক সহ আরো দুইজন। তাদেরকে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের লোকেরা প্রতিনিয়ত ভোরবেলায় এই জাতীয় সড়কে ধার থেকে প্রাতঃভ্রমণ করছিলেন। সেই সময় একটা পিকআপ ভ্যান দ্রুত গতিতে তুলসিহাটার দিক তার নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে আসে। এবং রাজভবনকারীদের রাস্তায় ধাক্কা মেরে তাদের খাদের মধ্যে ফেলে দেয়। ঘটনাস্থলে ও পিকআপ ভ্যানে থাকা তিনজনের মৃত্যু হয়। দিলীপ সাহা, বয়স ৪৯ বছর, ফেকন লাল রাম, বয়স ৬০ বছর এবং সুরেশ খৈতান, বয়স ৬০ বছর। তাদের প্রত্যেকের বাড়ি তুলসিহাটা গ্রামে। পিক্যাপ ভ্যানের চালক সহ প্রাদ ভ্রমণকারীদের তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দারা তাদের প্রথমে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পাঠান।
এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জমান। ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। স্বভাবতই এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।