কালীপূজার চাঁদার নামে জুলুমের অভিযোগ! অভিযুক্তকে গ্রেফতার করতে ধুন্দুমার কান্ড

সামনেই কালীপুজো, মানে আলোর উৎসব। সেদিন ক্যানিংয়ে কালীপুজোর চাঁদা নিতে আসার নাম করে অশান্তি করার অভিযোগ ওঠে।

কালীপূজার চাঁদার নামে জুলুমের অভিযোগ! অভিযুক্তকে গ্রেফতার করতে ধুন্দুমার কান্ড

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩০ অক্টোবর: সামনেই কালীপুজো, মানে আলোর উৎসব। সেদিন ক্যানিংয়ে কালীপুজোর চাঁদা নিতে আসার নাম করে অশান্তি করার অভিযোগ ওঠে। ফলে ওই এলাকার বাসিন্দাদের অভিযোগে যুবককে গ্রেফতার করা হয়। এবং ধৃতকে ছাড়াতে গিয়ে পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ডিজিপি-র কাছে তদন্তের দাবিও জানিয়েছে শুভেন্দু।

আজকের রাতটা বেড়ালে কালীপুজো। সারা শহর আলোয় ভুলে উঠে যায়। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আর এই দিকে ক্যানিংয়ের কালী পূজার চাঁদ কে কেন্দ্র করে চরম অশান্তির সৃষ্টি হয়। তার জল থানা পর্যন্ত গড়ায়। এবং জয়ন্ত ঘড়াই নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। ওই ধৃতকে ছাড়ানোর জন্য ক্যানিং থানায় টিএমসির লোকেরা ঢুকে মারধর করে, এমনটাই অভিযোগ ওঠে। সে বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লেখেন, "অরিত্র ও জয়ন্ত দুজনই বিধায়কের ঘনিষ্ঠ। জয়ন্তকে ছাড়াতে থানায় ঢুকে SI-কে বেধড়ক মারধর করেছেন অরিত্র।"

এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারীর দাবি এসআই-কে মারধরের পরও ক্যানিংয়ের IC সৌগত ঘোষ ও SDPO রামকুমার মণ্ডল অরিত্র ও জয়ন্তকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন। ওই পোস্টই ডিজিপির কাছে পর্যাপ্ত তদন্ত ও পদক্ষেপের আর্জি জানিয়েছেন শুভেন্দু। এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।