সাধারণ মানুষের কাছে পৌছতেই লোকাল ট্রেনে প্রচার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এর
সাধারণ মানুষের কাছে পৌছতেই লোকাল ট্রেনে প্রচার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এর
"এবারের লড়াইটা বাঁচা মরার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে।" তাই গরম উপেক্ষা করে লোকাল ট্রেনে চেপে প্রচারে বেড়ালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল । বিগত বেশ কিছুদিন ধরে ৪৫ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়েই প্রচার সারছেন তিনি। তাই গরমের থেকেও এই লড়াইটা তাঁর কাছে অনেক বড় বলে জানান তিনি। তীব্র গরম উপেক্ষা করেই এদিন খড়্গপুর স্টেশন থেকে বালেশ্বরগামী লোকাল ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। রওনা দেন দাঁতনের সোনাকোনিয়ার উদ্দেশ্যে। অগ্নিমিত্রার বক্তব্য লোকাল ট্রেনে খেটে খাওয়া সাধারণ মানুষরা যাতায়াত করেন, তাই লোকাল ট্রেনটাকেই প্রচারের জায়গায় হিসেবে বেছে নিয়েছেন তিনি।