তিলোত্তমার ঘটনায় সিবিআইয়ের তরফ থেকে তলব করা হল এক হোটেল কর্মীকেও
তিলোত্তমার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, তাতে প্রথম থেকেই একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। জোরাল সওয়াল উঠছিল, তিলোত্তমার বাবা-মা থেকে শুরু করে চিকিৎসকদের একাধিক সংগঠনের তরফেও। যেভাবে তিলোত্তমাকে অত্যাচার করা হয়েছে, তা কারও একার পক্ষে করা সম্ভব নয় এমন সম্ভাবনার কথাই প্রথম থেকে একাধিক মহলে উঠেছে
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৯শে সেপ্টেম্বর:তিলোত্তমার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটে, তাতে প্রথম থেকেই একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। তিলোত্তমার বাবা-মা থেকে শুরু করে চিকিৎসকদের একাধিক সংগঠনের তরফেও উঠছিল জোরালো সওয়াল। যেভাবে তিলোত্তমাকে অত্যাচার করা হয়েছে, তা কারও একার পক্ষে করা সম্ভব নয়, এমন সম্ভাবনার কথাই প্রথম থেকে উঠেছে একাধিক মহলে। ধৃত সিভিক ভলান্টিয়র কি একাই নাকি এর পিছনে আরও অনেকে জড়িত সে রহস্য এখনও জিইয়ে রয়েছে।
এবার তিলোত্তমার-তদন্তে নাটকীয় মোড়। এবার সল্টলেকের এক হোটেলের কর্মীকে তলব করল সিবিআই। চাওয়া হয়েছে ওই হোটেলের রেজিস্ট্রার ও সিসিটিভি ফুটেজ। কিন্তু কেন সল্টলেকের হোটেলের কর্মীকে ডাকা হল তা নিয়ে উঠেছে প্রশ্ন। সূত্রে খবর, সল্টলেকের ওই হোটেলের কোনও এক বিশেষ ‘গেস্ট’ সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, আশিস পাণ্ডে নামে এক হাউজস্টাফ ও আরজি করের টিএমসিপি ইউনিটের সভাপতির সম্পর্কে বিশেষ খোঁজ খবর নিতে চাইছেন তদন্তকারীরা। ওই হোটেলে ৯ অগাস্ট উঠেছিলেন আশিস কুমার পাণ্ডে। ১০ তারিখ তিনি ওই হোটেল ছেড়ে দেন। ৯ তারিখ সকালে আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। আশিস পাণ্ডের গতিবিধি জানতেই হোটেলের কর্মীকে তলব করেছেন তদন্তকারীরা।
বুধবার থেকেই দেখা যাচ্ছিল, তৃণমূলের বিধায়ক চিকিৎসক আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল রেকর্ডস নিয়ে তৎপর সিবিআই। আদালতেও উঠেছিল কল রেকর্ডস প্রসঙ্গ। সেদিন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন সুদীপ্ত রায়। এর আগে এই কল রেকর্ডসের সূত্র ধরেই মেডিক্যাল কলেজের এমএসভিপি-কে তলব করা হয়েছিল। ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করা হয়েছিল। জানা যাচ্ছে, কল ডিটেইলসে আশিস পাণ্ডের নাম প্রকাশ্যে আসার পর সুদীপ্ত রায় স্বীকার করেন, ঘটনার পর টিএমসিপি ইউনিটের সভাপতি হিসাবে আশিসকে সেদিন যেতে বলেছিলেন।
আশিস পাণ্ডেকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও সূত্রে খবর। তিনি যে ঘটনাক্রম বলেছিলেন, তার সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য শুনতে চাইছে সিবিআই।