এবার হবে 'পুজোতে' রাত দখল!জুনিয়র ডাক্তাররা এবার তিলোত্তমার সুবিচারের দাবিতে আবার একজোট
এবার আর জি কর ঘটনার প্রতিবাদে আরও এক ধাপ বেরিয়ে গেল। সবাই মিলে এবার ঠিক করেছে পুজোতে তারা রাত দখল করবে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয় কর্মকার, ২৬ শে সেপ্টেম্বর: এবার আর জি কর ঘটনার প্রতিবাদে আরও এক ধাপ বেরিয়ে গেল। সবাই মিলে এবার ঠিক করেছে পুজোতে তারা রাত দখল করবে। এই রাত দখল হবে আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচারের দাবি। তাই সবাই মিলে অভয়ার জন্য পুজোতে পথে থাকার সিদ্ধান্ত নিলেন।
আরজি করের এই মর্মান্তিক দুর্ঘটনার কথা আমরা সবাই জানি। গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে সেই থেকে উত্তাল বাংলা। বাংলা এখন অভয়ার দোষীর শাস্তি এবং নারীদের নিরাপত্তার দাবিতে সারা রাজ্য আবারো নামবে রাস্তায় তবে এবার পুজোতে। একাধিক দাবিতে দিনের পর দিন কর্মবিরতি চালিয়েছেন, স্বাস্থ্যভবনের সামনে ধরনা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। পরবর্তীতে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠকে বসে সমস্যা সমাধানের চেষ্টা করলেও একাধিকবার তা ভেস্তে যায়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বৈঠক হয়। পরবর্তীতে ধরনা ও কর্মবিরতি তুলে কাজে যোগ দেন জুনিয়র চিকিৎসকরা। তবে নিজেদের দাবি থেকে সরেননি আন্দোলনরত চিকিৎসকরা।
এবার অভয়ার সুবিচারের দাবিতে পুজোর রাতেও রাস্তায় থাকার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। এদিন জুনিয়র ডক্টরস ফোরামের তরফে মহালয়ার ভোর ও অষ্টমীর দখলের ডাক দেওয়া হয়েছে। আগের মতোই এবারও যাতে সবমহলের মানুষ এই ডাকে সাড়া দেন সেই আহ্বানও জানানো হয়েছে।