তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত কুড়মিদের, দাবি শুভেন্দু অধিকারীর
তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত কুড়মিদের, দাবি শুভেন্দু অধিকারীর
ফের তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুল এলাকার ফুটবল মাঠে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ প্রণত টুডুর সমর্থনে জনসভা করেন বিজেপি প্রার্থী শুভেন্দু। এদিন তিনি বলেন, তৃণমূলের সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন কুড়মি সংগঠনের বিভিন্ন প্রতিনিধিরা। তাঁর দাবি, বিজেপির ভোট ভাগ করার জন্যই তৃণমূল কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাত করে জঙ্গলমহলের আসন গুলির জন্য লড়াই করছেন কুড়মি সংগঠনের প্রার্থীরা। এদিন শুভেন্দু আরও বলেন, ‘ওদের থেকে দশবার সিআরআই রিপোর্ট চেয়েছে। সাত বছরে একবারও রিপোর্ট পাঠায়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় দাঁড়িয়ে বলে গিয়েছে কুড়মিরা আমাদেরকে ভোট দেয়নি, তাহলে কুড়মি ভোট দরকার নেই তৃণমূলের। দরকার বিজেপির। তাই বিজেপির ভোট ভাগ করার জন্য ওখানে অজিত মাহাতো কাজ করছে। এখানে অনুপ মাহাতো কাজ করছে।’