কেন্দ্রের সঙ্গে আলোচনার দাবিতে ৩৭০ ধারা প্রস্তাব পাশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের মর্যাদা ফেরানোর ব্যাপারে আশ্বাস পাওয়া গেছে। তবে এই প্রস্তাব আগেই পাশ হয়েছে। তবে ওমর আব্দুল্লার লক্ষ্য যে ৩৭০ ধারা পূর্ণবহাল করা। সেই লক্ষ্য পূরণে মুখ্যমন্ত্রী প্রাথমিক একটি পদক্ষেপ করে ফেললেন।

কেন্দ্রের সঙ্গে আলোচনার দাবিতে ৩৭০ ধারা প্রস্তাব পাশ!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৬ নভেম্বর: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর রাজ্যের মর্যাদা ফেরানোর ব্যাপারে আশ্বাস পাওয়া গেছে। তবে এই প্রস্তাব আগেই পাশ হয়েছে। তবে ওমর আব্দুল্লার লক্ষ্য যে ৩৭০ ধারা পূর্ণবহাল করা। সেই লক্ষ্য পূরণে মুখ্যমন্ত্রী প্রাথমিক একটি পদক্ষেপ করে ফেললেন।

কেন্দ্রের সঙ্গে আলোচনা শুরু হয়েছে যে কিভাবে উপত্যকার বিশেষ মর্যাদা পেরানো যায়। আর ওমর আব্দুল্লাহ এই বিষয়ে কাশ্মীর বিধানসভায় প্রস্তাব পাশ করাল। তিনি বিজেপির আপত্তি থাকা সত্ত্বেও কাশ্মীর বিধানসভায় এই প্রস্তাবটি পাশ করিয়েছেন। এবং উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী বুধবার বিধানসভায় প্রস্তাবটি পাশ করেন। এই প্রস্তাবে বলা হয়েছে, "কাশ্মীর বিধানসভা বিশেষ রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক গ্যারান্টিগুলোর গুরুত্ব আরও একবার স্পষ্ট করে দিতে চায়। এটাই কাশ্মীরবাসীর অধিকার, সংস্কৃতি এবং পরিচিতির পরিচায়ক। এই বিশেষ মর্যাদা যেভাবে প্রত্যাহার করা হয়েছিল, সেটা নিয়ে এই সদন উদ্বিগ্ন।"

উল্লেখ্য, সরকার গঠনের একদিন পরই জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সচেষ্ট হন নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এবার তিনি সচেষ্ট ৩৭০ ধারা ফেরানোর দাবিতে। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদাও ছিনিয়ে নেয় কেন্দ্র। ৩৭০ নিয়ে কাশ্মীরের মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, তেমনই ক্ষোভ রয়েছে পূর্ণরাজ্যের মর্যাদা হারানো নিয়েও। সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরবাসীকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস দিয়েছেন। তবে ৩৭০ ধারা ফেরানোর কোনও প্রশ্নই নেই, বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র।