১৩ বছরের মেয়েকে ৬০ হাজার টাকায় বিক্রি করতে এসেছিলেন বাবা! গ্রেফতার ৩ অভিযুক্ত

উত্তরপ্রদেশের সম্বলে শিশু পাচারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ১৩ বছরের মেয়েকে ৬০ হাজার টাকায় বিক্রি করতে এসেছিলেন বাবা রাজু। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মেয়েটিকে বিক্রি করার জন্য লোক খুঁজছিল।

১৩ বছরের মেয়েকে ৬০ হাজার টাকায় বিক্রি করতে এসেছিলেন বাবা! গ্রেফতার ৩ অভিযুক্ত

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 7 অক্টোবর: সম্প্রতি সামনে এসেছে উত্তরপ্রদেশের সম্বলের এক চাঞ্চল্যকর ঘটনা। শিশু পাচারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর জানা গিয়েছে, শিশুটির নিজের বাবা তার নিজের 13 বছরের মেয়েকে 60 হাজার টাকায় বিক্রি করতে মোরাদাবাদ থেকে সম্বলে এসেছিলেন। সঙ্গে ছিল আরোও 3 অভিযুক্ত। এরা সবাই সম্বলে শিশুটিকে বিক্রি করার জন্য একজন ক্রেতা খুঁজছিল এবং প্রস্তাব দিয়েছিল যে, যে ব্যক্তি শিশুটিকে কিনবে, সে তার ইচ্ছানুযায়ী মেয়েটিকে ব্যবহার করতে পারে। মেয়ের বাবাসহ এক দালালকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

সম্বলের এসপি কৃষ্ণ কুমার বিষ্ণোই এই প্রসঙ্গে বলেছেন যে, পুলিশ খবর পেয়েছিল কিছু লোক মোরাদাবাদ থেকে বানিয়া থের থানা এলাকায় এসেছে। একটি মেয়েকে ৬০ হাজার টাকায় বিক্রি করার চেষ্টায় তারা জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তারা বলছে, এই মেয়েটিকে তার ইচ্ছামতো ব্যবহার করা যাবে।

ওই এসপি আরও বলেন, গোপন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ১৩ বছরের এক কিশোরীকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, নাবালিকার বাবা তাকে ৬০ হাজার টাকায় বিক্রি করতে চেয়েছিলেন। মানব পাচারের অধীনে এটি একটি অপরাধ। এ ঘটনায় মেয়ের বাবা রাজু, মোরাদাবাদের বাসিন্দা সুলালের ছেলে, তার সঙ্গে লালুর ছেলে বাবলু ও দালাল কৌশল শর্মাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।