মহালয়ার শেষ হতে না হতে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী! ধ্রুপদী ভাষার সম্মান পেল বাংলা
বাংলা আমাদের মাতৃভাষা। অবশেষে বাংলা ভাষার স্বীকৃতি পেল ধ্রুপদী জগতে। বৃহস্পতিবার এই সুখবরই শোনা যাচ্ছে সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানালেন। অবশেষে জয় পেল আমাদের প্রাণের ভাষা এতদিনের লড়াইয়ের পর।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৪ অক্টোবর: বাংলা আমাদের মাতৃভাষা। অবশেষে বাংলা ভাষার স্বীকৃতি পেল ধ্রুপদী জগতে। বৃহস্পতিবার এই সুখবরই শোনা যাচ্ছে সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানালেন। অবশেষে জয় পেল আমাদের প্রাণের ভাষা এতদিনের লড়াইয়ের পর। তবে ধ্রুপদী ভাষার তকমা দেওয়ার পিছনে যারা রয়েছে শেষ পর্যন্ত কেন্দ্র তাদের স্বীকৃতি দিল। তবে আমবাঙালি জীবনে বিপক্ষে সূচনার আগে এমন একটি খবর খুশির বন্যা নিয়ে এসেছে। সবাই এই সম্মানকে বাঙালির পূজোর উপহার বলেছেন।
বিশিষ্ট ব্যক্তিরা বহুদিন ধরে বাংলা ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য অনেক লড়াই করেছে। কেন্দ্রে দরবারে পাতার পর পাতা গবেষণার কাজ জমা দিয়েছে। তা অনেকবার করে খুঁটিয়ে দেখা হয়েছে। তার পরও বাংলার মতো সমৃদ্ধ, তবুও ধ্রুপতি জগতে সৃষ্টিকর্মের ভাষা ঠাঁই পায়নি। বার বারই তাদেরকে ফিরে যেতে হয়েছে। এতেও বাংলার প্রতি কেন্দ্রের 'বঞ্চনা'র অভিযোগ করা হয়েছে।
শুধু বাংলাই নয়। আরও পাঁচটি আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে, মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া। সব ভাষাভাষীর মানুষজনই অত্যন্ত খুশি। সকলে বলছেন, ভাষার জন্য এতদিনকার লড়াই সার্থক হল অবশেষে।