রাবণদহনে জখম বাহুবলী সাংসদ পাপ্পু!

বিহারের দশেরা হলো একটা বড়ো উৎসব। এই দিন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা হয়। সেই রাবণদহনের দিন ঘটল এক দুর্ঘটনা, বাহুবলী সাংসদ পাপ্পু যাদব আতশবাজী ছুটে আসায় দগ্ধ হলেন। সেই দিন সঙ্গীদের সঙ্গে যোগ দিয়েছিলেন পাপ্পু।এদিন দশেরার উৎসবে সঙ্গীদের নিয়ে যোগ দিয়েছিলেন পাপ্পু।

রাবণদহনে জখম বাহুবলী সাংসদ পাপ্পু!

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৪ই অক্টোবর: বিহারের দশেরা হলো একটা বড়ো উৎসব। এই দিন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা হয়। সেই রাবণদহনের দিন ঘটল এক দুর্ঘটনা, বাহুবলী সাংসদ পাপ্পু যাদব আতশবাজী ছুটে আসায় দগ্ধ হলেন। সেই দিন সঙ্গীদের সঙ্গে যোগ দিয়েছিলেন পাপ্পু।এদিন দশেরার উৎসবে সঙ্গীদের নিয়ে যোগ দিয়েছিলেন পাপ্পু। তিনি সেই দিন রাবনের ৫৫ ফুটের মূর্তির দিকে অন্যদের মতোই অগ্নিবাণ ছোড়েন। এবং সেই মুহূর্তে রাবনের মূর্তির পেটের ভিতরে থাকা অজস্র বাজে ও রকেটের মধ্যে একটি উল্টোদিকে ধেয়ে আসে তাঁর দিকে!বাজির আগুনে চোখে আঘাত লাগে সাংসদের। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

শনিবার রাবণ দহন উৎসব তথা দশেরা পূর্ণিমায় মেলায় আয়োজন করা হয়েছিল এই উপলক্ষে প্রতি বছর হাজার হাজার মানুষ উপস্থিত হয় এই উৎসবে।এদিনের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, পাপ্পু যাদব ৫৫ ফুটের রাবণের মূর্তিতে অগ্নিবান ছুড়ছেন নিয়ম মতোই। কিন্তু নিমেষে বিপত্তি ঘটে যায়---রাবণ মূর্তিতে আগুন লাগামাত্র সেটি থেকে জ্বলন্ত রকেট উলটে ধেয়ে আসে বাহুবলী সাংসদের দিকেই। পাপ্পুর চোখে আঘাত লাগে।

প্রাথমিক কিছু চিকিৎসার পরে সুস্থ হয়ে ওঠেন পাপ্পু। সমাজমাধ্যমে সকলকে সকলকে আস্বস্ত করে লেখেন, "আমি ভাল আছি। সবই ঈশ্বরের আশীর্বাদ। এই ধরনের ঘটনার বিষয়ে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।" উল্লেখ্য, পূর্ণিয়ার জনপ্রিয় সিপিএম নেতা অজিত সরকারকে খুন-সহ অসংখ্য অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে এই পাপ্পুর বিরুদ্ধে। সেই লোকের দিকে রাবণের রকেট উড়ে আসায় নেটিজেনরা কটাক্ষ করছেন। এক নেটিজেন লিখেছেন, আসল রাবণের দিকেই ধেয়ে এসেছিল রকেট।