এবার বিধানসভায় এক নম্বর আসনে বসছেন কে? তবে কি কেজরিওয়ালের 'অবনমন'!

দীর্ঘ 9 বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লি নতুন মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পেয়েছে। তারপরেই বদলে গিয়েছে বিধানসভার আসন।

এবার বিধানসভায় এক নম্বর আসনে বসছেন কে? তবে কি কেজরিওয়ালের 'অবনমন'!

আজ এখন চলছে, দেবপ্রিয় কর্মকার, ২৬ শে সেপ্টেম্বর: দীর্ঘ 9 বছর ধরে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবার দিল্লি নতুন মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পেয়েছে। তারপরেই বদলে গিয়েছে বিধানসভার আসন। এবং তার সেই পথ থেকে অনেকটাই তাকে পিছিয়ে দেওয়া হলো। বিরোধী দলনেতা-সহ আরও বেশ কয়েকজন বিধায়কের আসন রদবদল করা হয়েছে দিল্লি বিধানসভায়। 

এখন দিল্লির মুখ্যমন্ত্রী পদের আসনে বসেছেন অতীশ। উল্লেখ্য শনিবার তিনি শপথ গ্রহণ করেছেন। কেজরিওয়াল দুর্নীতি মামলায় মার্চ মাসে গ্রেফতার হয়েছিলেন। এবং তার পর জেল থেকেই মুখ্যমন্ত্রীত্ব সামলেছিলেন আপ সুপ্রিমো। এখন জেল থেকে ফেরার পর তিনি মুখ্যমন্ত্রীর পদকে ইস্তফা দিয়েছেন। বিগত এতদিন ধরে তিনি বিধানসভার এক নম্বর আসনে ছিলেন। ফলে দীর্ঘ ৯ বছরের পুরনো কুর্সিও ছাড়তে হয়েছে কেজরিকে। তবে এবার থেকে কেজরি বসবেন ৪১ নম্বর আসনে। প্রথম আসনে বসবেন নতুন মুখ্যমন্ত্রী অতিশী। দ্বিতীয় স্থান বরাদ্দ করা হয়েছে মন্ত্রী সৌরভ ভরদ্বাজের জন্য।

দিল্লি বিধানসভায় কেজরির আসনে বসলেও মুখ্যমন্ত্রীর দপ্তরে অবশ্য আপ সুপ্রিমোর চেয়ারে বসতে রাজি হননি অতিশী। গত সোমবার দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন অতিশী। আপ নেত্রীর কথায়, “ভরতের মতো আজ আমিও একটা দায়িত্বভার বহন করছি। যেভাবে তিনি রামের পাদুকা সিংহাসনে রেখে রাজ্যশাসন করতেন, আমিও সেভাবেই আগামী চার মাস দিল্লিকে পরিচালনা করব।” অতিশীর বিশ্বাস, মুখ্যমন্ত্রীর কুর্সি কেবলই কেজরিওয়ালের।