সাইকেল চালিয়ে ভোটারদের ভোট দানে উৎসাহিত করলেন নদিয়ার জেলাশাসক

সাইকেল চালিয়ে ভোটারদের ভোট দানে উৎসাহিত করলেন নদিয়ার জেলাশাসক

ভোটারদের ভোট দানে উৎসাহিত করতে কৃষ্ণনগর প্রশাসনিক ভবন থেকে সাইকেল চালিয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত এলেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ।  এরপর নবদ্বীপ ঘাট বাসস্ট্যান্ডে সংলগ্ন এলাকার বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে ফেরিঘাট এমনকি টোটো এবং অটোতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আহবান করেন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। ভোটারদের মধ্যে  কোনরকম  ভয় ভিতি রয়েছে কিনা তাও জানতে চান তিনি। নির্ভয়ে ভোট দেওয়ার জন্য গ্রামের মানুষকে আহ্বান জানানো হয়। প্রশাসন সর্বদা সাধারণ ভোটারদের পাশে থাকবে বলেও আশ্বাসও দেন জেলা শাসক। এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন  ছিলেন, কৃষ্ণনগর সদর মহকুমা শাসক, অতিরিক্ত জেলাশাস্‌ সাধারণ অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ সহ নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত অন্যান্য আধিকারিকরং। এরপর মায়াপুরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে সেখানে বিদেশি ভোটার যারা ভারতের নাগরিকত্ব পেয়ে দীর্ঘ পাঁচটি নির্বাচনে ভোট দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন। সেখান থেকে তিনি জলপথে চলে যান কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বেলপুকুর। সেখানেও সাধারণ মানুষের সাথে কথা বলা সহ সাধারণ মানুষকে ভোট দানে উৎসাহিত করেন।