ভোট প্রচারে বেরিয়ে ক্ষোভ প্রকাশ শুভেন্দু অধিকারীর
ভোট প্রচারে বেরিয়ে ক্ষোভ প্রকাশ শুভেন্দু অধিকারীর
রাখী পোদ্দার, কলকাতা: রামনবমীর মিছিলে বেরিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ফের পুরোনো প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন যাদবপুরে ঘটে যাওয়া র্যাগিংয়ের শিকার ছাত্রের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এর আগেও এক গরিব বাড়ির ছাত্রকে র্যাগিং করে মেরে ফেলা হয়েছে। প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার হয়ে তিনি গিয়েছিলেন। সেখানে কিভাবে তাঁর গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল। তাঁর বক্তব্য, এই রাষ্ট্রবিরোধী, সংবিধানবিরোধী, ভারতবিরোধী 'টুকরে টুকরে গ্যাং'কে আশ্রয় দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কাজে মমতা ব্যানার্জীর দোসর হচ্ছে সিপিআইএম।