বামেদের দলীয় কার্যালয়ে আগুন
বামেদের দলীয় কার্যালয়ে আগুন
নদিয়ায় লোকসভা ভোটের আগে বামেদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার তাহেরপুরে। জানা যায় তাহেরপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তাহেরপুরের সিপিএম। সেখানেই দুষ্কৃতীরা শনিবার হামলা চালায় বলেই খবর পাওয়া গেছে। তাহেরপুর সিপিএম নেতৃত্বের দাবি, এই হামলার পেছনে বিরোধী দলের চক্রান্ত রয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, 'সিপিএম হালে পানি পাওয়ার পরিকল্পনা করছে।" তৃণমূল নেতৃত্বের অভিযোগ এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত, বামেরা পরিকল্পনা করে নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে।