ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু আলুওয়ালিয়ার
ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু আলুওয়ালিয়ার
নাম ঘোষণার পর আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রচার শুরু করলেন । শুক্রবার সকালে আসানসোলে ঘাঘরবুড়ি মন্দিরে নেতা ও কর্মীদের সঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। দলের নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রার্থনা করেন। প্রচারে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ প্রচুর সংখ্যক বিজেপি কর্মী ও নেতারা । আলুওয়ালিয়া মা ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দেওয়ার পরে আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে শীতলা জেলা অফিসে পৌঁছান। সেখানে তিনি দলের নেতা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে প্রচারের রূপরেখা তৈরি করেন।