এবারের ভোট এনারসির বিরুদ্ধে
এবারের ভোট এনারসির বিরুদ্ধে : বৃন্দাবন প্রামানিক
নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে তীব্র দাবদহে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামানিক।
এদিন ভোট প্রচার করতে গিয়ে তিনি বলেন, এই এই গরমে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের সহ সকল সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই আমাদের মূক্ষমন্ত্রী চেয়েছিলেন ফেব্রুয়ারী মাসে ঠাণ্ডার সময় যেন ভোট হয়ে যায়। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে ইলেকশন কমশন এই গরমে মানুষদের ভোটের মুখে ঠেলে দিল।
এছাড়াও তাঁকে সিএএ এবং এনআরসি সম্পর্কে বলতে শোনা যায়। তিনি বলেন বিজেপি সরকার সকলকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিল, কিন্তু এখন তা ভুলে গিয়ে এনআরসি করে মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চায়ছে। মানুষ এখন তারই বিরুদ্ধে ভোট দেবে।