নতুন প্রজাতির আম, মিলবে সারা বছর

নতুন প্রজাতির আম ‘কাটিমন’ চাষ করে দিশা দেখাচ্ছেন মালদার বাসিন্দা। বারোমাসী আম বলতে যা বোঝানো হয়, কাটিমন তার আলাদা।

নতুন প্রজাতির আম, মিলবে সারা বছর

জেলা সংবাদদাতা, মালদা: ‘মালদা’র সঙ্গে ‘আম’ অঙ্গাঙ্গিভাবে জুড়ে আছে। রাজ্য-দেশ  ছাড়িয়ে গোটা বিশ্ব মালদার আমের প্রেমে মজে রয়েছে। তবে আম হল মরশুমি ফল। প্রধাণত গ্রীষ্ম ও বর্ষাকালেই এই সুস্বাদু ফলের দেখা মেলে। রসনা তৃপ্তিতে যার জুড়ি মেলা ভার। কিন্তু চাহিদা থাকলেও বছরভর আমের দেখা মেলে না। তবে এবার আম প্রেমীদের মুখে হাসি ফুটবে, মালদায় মিলবে সারা বছর ধরে আম। 


নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাড়ছে মালদার রাজীব রাজবংশী। অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব। নিজের ১ বিঘা জমিতে ১০০-র উপর গাছ রোপণ করেছেন। এখন ফল পেতেও শুরু করেছেন তিনি। নতুন প্রজাতির আম ‘কাটিমন’ চাষ করে দিশা দেখাচ্ছেন মালদার বাসিন্দা। বারোমাসী আম বলতে যা বোঝানো হয়, কাটিমন তার আলাদা। বারোমাসী আমে দেখা গিয়েছে, বছরে দু’বার আম পাওয়া যায়। কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সবদিনই গাছে আম পাওয়া যায়। অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে। এই মকুল থেকে আম বড় হতে শুরু করলে আবার মুকুল। এই আম স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত। 


জানা গিয়েছে, রাজীবের বাড়ি গাজোল ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে। ২০২০ সাল নাগাদ সোশাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন। তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি। অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে ১০৫টি চারা কিনে নিয়ে আসেন। দু’বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে। মুকুল ধরার পর প্রায় সাড়ে ৩ মাস সময় লাগে আম পরিণত হতে। এদিকে আমের আকার খানিকটা বড় আকৃতির। গাছের পরিচর্যায় দু’বার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয়। বৃষ্টির সময় ছত্রাক-নাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক ছড়ালেইz চলে। নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয়।