ভোট গননায় ভিজবে বাংলা
নিজস্ব সংবাদদাতা: ভোট গণনার দিন ভিজতে পারে গোটা রাজ্য, এমনটাই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। রেমাল দুর্যোগের পর থেকেই ধাপে ধাপে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভোট গণনার দিন রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত রবিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। শনিবার ও রবিবার একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে তেমন দেখা মেলেনি বৃষ্টির। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। মূলত পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় হাওয়া অফিস। যদিও বঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই দাবি তাঁদের।
তিলোত্তমায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রা থাকবে ৩৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি। আগামী দু’দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে বাড়বে পারদ। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বঙ্গে। বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমানের মতো জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টির দর্শন পাওয়া গেলেও দক্ষিণবঙ্গে আগামী ১০ তারিখের পর বর্ষা প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়া দফতরের।
এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ও হতে পারে। এছাড়া মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইবে বলে জানান হাওয়া অফিস।