২২গজ থেকে শুটিং, বাদশাহের ভরসা পূজা
খেলার মাঠ হোক কিংবা শুটিং স্পট সর্বত্রই পূজাকে পাশে রাখেন বাদশাহ। সারা দেশ জুড়ে যখন ধুমধাম করে পালিত করা হয় কিং খানের জন্মদিন। তখন শাহরুখ নিজেও ব্যস্ত থাকেন তাঁর প্রিয় পূজার জন্মদিন পালনে।
রাখী পোদ্দার: একেবারে যেন শাহরুখের ছায়াসঙ্গিনী। সব সময়ই তিনি রয়েছেন শাহরুখকে ঘিরে। কেকেআরের জার্সি গায়েও তাঁকে দেখা যায় প্লেয়ারদের সঙ্গে দেখা করতে। এমনকি বাদশাহ কি খাবেন, কি পড়বেন তা সব কিছুই ঠিক করে দেন তিনি। তাও আবার এক কি দু বছর ধরে নয় বিগত ১২ বছর ধরে। গত এক যুগ ধরে কিং খানকে সামলে আসছেন এই মহিলা। না-না তিনি শাহরুখের স্ত্রী গৌরি খান নয়। বরং তিনি হলেন কিং খানের সেক্রেটারি। মাসিক ৭৫ লক্ষ টাকারও বেশি বেতন পান তিনি। তাঁর নাম পূজা দাদলানি। পেশায় শাহরুখ খানের সেক্রেটারি হলেও পূজাকে নিজের পরিবারের সদস্যই মনে করেন সকলে। আর তাই পূজার বান্ড্রার বাড়িটি সম্পূর্ণ সাজিয়ে দেন গৌরি খান নিজে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের আসবাব দিয়ে। এমনকি পূজার জন্মদিনে একটি নীল রঙা মার্সিডিসও উপহার দেন শাহরুখ। আরিয়ান, সুহানা এবং আব্রাহামেরও খুবই পছন্দের তিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আদতে কে এই পূজা দাদলানি? কিভাবেই বা হয়ে উঠলেন ভারতের সবচেয়ে বড় সুপারস্টারের এতটা ঘনিষ্ঠ? ঠিক কত টাকার মালকিন ভারতের অন্যতম এই পাওয়ারফুল মহিলা?
পূজা দাদলানির জন্ম ১৯৮৩ সালের ২ নভেম্বর। আজ্ঞে হ্যাঁ শাহরুখ আর পূজার জন্মদিন একইদিনে। মুম্বাইয়ের বাসিন্দা পূজা মূলত সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন বানিজ্য নগরীরই এক নাম করা কলেজ থেকে। শাহরুখ খানের সঙ্গে আলাপ হওয়ার চার বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পূজার স্বামী হীতেশ দুরানির মহানগরীতেই রয়েছে হীরের অলংকারের ব্যবসা। তিনি নিজেই প্রায় ৫০ থকে ৬০ কোটি টাকার মালকিন। শাহরুখ অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমার সহ প্রযোজনাও করেছিলেন পূজা। শুধুমাত্র বাদশাহ ও তাঁর পরিবারকে ভালবেসে এতগুলো বছর ধরে সব কিছু সামলে আসছেন তিনি। ২০১২ সালে পূজা যখন শাহরুখের সেক্রেটারি হিসেবে জয়েন করেন সেই 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমার পর তেমন খুব একটা হিট চলচ্চিত্র দর্শককে উপহার দিতে পারেননি শাহরুখ। সেই সময় তাঁকে উৎসাহ প্রদান করা কিংবা তাঁর মনে সাহস যোগানো সবটারই খেয়াল রাখতেন পূজা। আর তাই ২০২৩ সালে যখন 'পাঠান' ব্লকবাস্টার হিট হয় সেই সময় পূজার খুশি ছিল দেখার মতো। শাহরুখের তিন সন্তানকে নিজের মেয়ে রেহানার মতই ভালবাসেন পূজা।
২০২১ সালে যখন শাহরুখ পুত্র আরিয়ান খানকে মাদক মামলায় আটক করা হয়েছিল তখন থানা থেকে আদালত প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় উপস্থিত ছিলেন পূজা দাদলানি। শাহরুখ খানের গায়ে মিডিয়া কিংবা পুলিশের এক টুকরো আঁচও আসতে দেয়নি তিনি। এমনকি আরিয়ানের মাদক মামলায় জামিন খারিজ করা হলে কাঁদতে পর্যন্ত দেখা যায় তাঁকে। খান পরিবার ঠিক এতটাই ভালবাসেন পূজা। আর তাই পূজাকে নিজের ছোট বোনের মতো দেখেন গৌরি খানও। পূজা যখন বান্ড্রাতে নিজের বাড়ি কিনেছিলেন তখন সেই বাড়ি নিজে দাঁড়িয়ে থেকে সাজিয়ে দিয়েছিলেন গৌরি। সূত্রের খবর, কিং খান নিজের জীবনের ছোট বড় সব সিদ্ধান্তই ভাগ করে নেন পূজার সঙ্গে। রেডচিলি থেকে শুরু করে কেকেআর সব বিষয়েই খবর রাখেন পূজা। জানা গিয়েছে, শাহরুখের কাছ থেকে বার্ষিক প্রায় ৯ কোটি টাকা পারিশ্রমিক পান পূজা। পূজা একজন মহিলা বলে কখনও তাঁকে কম বলে ভাবেননি কিং খান, বরং সব দায়িত্ব তাঁর কাঁধেই নিশ্চিন্তে রাখেন শাহরুখ। খেলার মাঠ হোক কিংবা শুটিং স্পট সর্বত্রই পূজাকে পাশে রাখেন বাদশাহ। সারা দেশ জুড়ে যখন ধুমধাম করে পালিত করা হয় কিং খানের জন্মদিন। তখন শাহরুখ নিজেও ব্যস্ত থাকেন তাঁর প্রিয় পূজার জন্মদিন পালনে। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩ নম্বর বার নিজেদের ঘরে আইপিএলের কাপ তুললেন শাহরুখের টিম কেকেআর।