বোটানিক্যাল গার্ডেনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
এদিন সকালে বোটানিক্যাল গার্ডেনের মেন গেট থেকে শুরু করে গঙ্গার ঘাট ধরে ‘গ্রেট বেনিয়ান ট্রি’র সামনে গিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ এখন ডেস্ক, হাওড়া: প্রতি বছরের মতো এবারও বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণকারীদের সংগঠন আয়োজন করল বিশ্ব পরিবেশ দিবস। বুধবার সকালে হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে গাছ বাঁচাতে জীবন বাঁচাতে এক প্রভাতফেরির আয়োজন করা হয়। ওই কর্মসূচির আয়োজন করেন বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশন।
এদিন সকালে বোটানিক্যাল গার্ডেনের মেন গেট থেকে শুরু করে গঙ্গার ঘাট ধরে ‘গ্রেট বেনিয়ান ট্রি’র সামনে গিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই বৃক্ষরোপন কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রায় শতাধিক দুষ্প্রাপ্য গাছের চারা রোপন করা হয়।