নিরাপত্তা নেই নারীদের? ফের উঠল প্রশ্ন! এবার শিকার মধ্যমগ্রাম
চারিদিকে চলছে বিক্ষোভ তার মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কাল রাতে মধ্যমগ্রাম ২৭নম্বর ওয়ার্ডের বিটি কলেজপালপাড়া ( BD college palpara,)এক নাবিলিকাকে ধর্ষনের অভিযোগ উঠে আসে । তাঁদের বক্তব্য ২১ বছর বয়সী রাহুল দত্ত( Rahul Dutta) নামে এক যুবক ১৪ বছর নাবালিকাকে ধর্ষণ করে বলে জানা যায় ।
চারিদিকে চলছে বিক্ষোভ তার মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কাল রাতে মধ্যমগ্রাম ২৭নম্বর ওয়ার্ডের বিটি কলেজপালপাড়া ( BD college palpara,)এক নাবিলিকাকে ধর্ষনের অভিযোগ উঠে আসে । তাঁদের বক্তব্য ২১ বছর বয়সী রাহুল দত্ত( Rahul Dutta) নামে এক যুবক ১৪ বছর নাবালিকাকে ধর্ষণ করে বলে জানা যায় । রাহুল দত্তের চার বন্ধু ও সে মিলে রাত তিনটের সময় নাবালিকার ঘরের দরজা ধাক্কানো হয়। তাতে না সারা দেওয়ায়ে রাহুল দত্ত মেয়েটিকে মিথ্যা কথা বলে দরজা খোলায়। তারপর নাবালিকার উপরে শারীরিক নির্যাতন (physical harassment)চালায় এবং গায়ে বিড়ির ছ্যাকা দেয়। সুযোগ বুঝে নাবালিকা চিৎকার করলে রাহুল দত্ত ও তার বন্ধুরা ঘটনাস্থল। আজ রাতে রাহুল দত্তের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে বিটি কলেজ পালপাড়া। সারা রাস্তা আটকে পুলিশকে ধরে বিক্ষোভ চালানো হয়। পরবর্তী সময় এয়ারপোর্ট থানার পুলিশ(airport police station) রাহুল দত্ত ও তার বাড়ির দুজনকে আটক করে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামাতে হয় র্যাপ।