পরপর চারটি দোকানে চুরি, আটক তিন
পরপর চারটি দোকানে চুরি, আটক তিন
পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর স্টেশন বাজারে পরপর চারটি দোকানে চুরি হয়। দোকানদারদের কথায় জানা যায়, শুক্রবার ভোররাতে ঘটনা ঘটে । দোকানের টিনের ছাউনি কেটে চুরি করতে ঢোকে চোর । সকালে দোকান খুলতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেমারি থানায় পুলিশ । পুলিশ এই ঘটনার তদন্তের আশ্বাস দেন । এরই মধ্যে বাজারে ঘোরাঘুরি করতে থাকা সন্দেহভাজন তিনজনকে পাকড়াও করেন দোকানদা্ররা। তারপর দোকানদারেরা পুলিশের হাতে তুলে দেয় তাদের। দীর্ঘদিন ধরেই বাজারে ছোটখাটো চুরির ঘটনা ঘটে আসছিল । কিছুদিন ধরে দেবীপুর টেশন চত্বরে মাদকদ্রব্যের রমরমা ব্যবসা ও সেবনকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় , তারাই এমন কাজ করতে পারে বলে ধারণা দোকানদারদের।