উপড়ে গেল মাথার খুলি! জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে মহিলার ভয়াবহ মৃত্যু
জেনারেটরে চুল পেঁচিয়ে মহিলার মাথার খুলি বেরিয়ে আসল। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে লুটিয়ে পড়লেন তিনি। ওই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া পড়ে যায় হুগলির চণ্ডীতলা এলাকায়।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,১৩ নভেম্বর: জগদ্ধাত্রী পুজোর রেশ বিগত কয়েকদিন ধরে চলছে। আর সেই পুজোর বিসর্জনেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরে চুল পেঁচিয়ে মহিলার মাথার খুলি বেরিয়ে আসল। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে লুটিয়ে পড়লেন তিনি। ওই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া পড়ে যায় হুগলির চণ্ডীতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ ই নভেম্বর ছিল ওই এলাকার জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। সেইখানে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ব্রাহ্মণডাঙার ৩০ বছরের গৃহবধূ উজ্জ্বলা সাঁতরা। ধর্মতলা দিক থেকে পালপাড়ার দিকে শোভাযাত্রাটি যাচ্ছিল। ওই মহিলা তার দু বছরের ছেলে এবং আট বছরের মেয়েকে নিয়ে হাঁটছিলেন এই পথ থেকে। তাদের হাঁটতে অসুবিধা হওয়ায় তার স্বামী হ ঝন্টু সাঁতরা তাঁকে নিজের মোটরচালিত ভ্যানে উঠে বসতে বলেন। ওই ভ্যানে একটি জেনারেটর ছিল যা আগে থেকেই চলছিল।
ভ্যানে উঠে বসার সময় উজ্জ্বলার চুল খোলা ছিল। খোলা চুল হঠাৎ করে জেনারেটরে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে উজ্জ্বলার মাথার খুলি উড়ে যায়। ধপ করে নিচে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়। এই ঘটনায় মৃতার স্বামী ঝন্টু সাঁতরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। চণ্ডীতলায় থানায় এসে কাঁদতে কাঁদতে বলেন, "ছোটো ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না। আমিই বললাম ভ্যানে উঠতে। সেই ভ্যানেই এভাবে মৃত্যু হল উজ্জ্বলার।"